সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ চলাকালীনই জানা গিয়েছিল, ১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে চলেছে ২০২৪ সালের আইপিএল-এর নিলাম। রবিবার বিসিসিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চয়তা দিল বিসিসিআই।

১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে চলেছে আইপিএল-এর নিলাম। এই নিলামে সবচেয়ে বেশি টাকা আছে গতবারের রানার্স গুজরাট টাইটানসের হাতে। ৩৮.১৫ কোটি টাকা নিয়ে নিলামে যাচ্ছে গুজরাট টাইটানস। নিলামে ৮ জন ক্রিকেটারকে নিতে পারবে গতবারের রানার্সরা। এর মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৩৪ কোটি টাকা। মোট ৬ জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ। এর মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৩২.৭০ কোটি টাকা আছে। মোট ১২ জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারবে কেকেআর। ৪ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে কেকেআর। 

বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি কোন জায়গায়?

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৩১.৪০ কোটি টাকা। মোট ৬ জন মহেন্দ্র সিং ধোনির দল। এর মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে সিএসকে। দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২৮.৯৫ কোটি টাকা। ৯ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লি। এর মধ্যে সর্বাধিক ৪ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। লখনউ সুপার জায়ান্টের হাতে আছে সবচেয়ে কম ১৩.১৫ কোটি টাকা। নিলামে ৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে সঞ্জীব গোয়েঙ্কার দল। এর মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার থাকবেন। মুম্বই ইন্ডিয়ানসের হাতে আছে ১৭.৭৫ কোটি টাকা। নিলামে ৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে রোহিত শর্মার দল। এর মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। পাঞ্জাব কিংসের হাতে আছে ২৯.১০ কোটি টাকা। ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে পাঞ্জাব। এর মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ২৩.২৫ কোটি টাকা। মোট ৬ জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারবে আরসিবি। এর মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার থাকবেন। রাজস্থান রয়্যালসের হাতে আছে ১৪.৫০ কোটি টাকা। নিলামে মোট ৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে রাজস্থান। এর মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন।

ফের দেশ-বিদেশ মিলিয়ে হবে আইপিএল?

২০০৯ সাল থেকেই দেখা গিয়েছে, লোকসভা নির্বাচনের সময় বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করা হয়েছে। ২০২৪ সালেও সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সেদিকে নজর রাখছে বিসিসিআই। ভোটের দিন দেখেই আইপিএল-এর সূচি ঘোষণা করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: আইপিএল-এর নিলামে ১,১৬৬ জন ক্রিকেটার, সর্বাধিক বেস প্রাইস অস্ট্রেলিয়ানদের

Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ানসে ফিরে খুশি, সোশ্যাল মিডিয়া পোস্ট হার্দিক পান্ডিয়ার

YouTube video player