IPL Auction: দুবাইয়ে হতে চলেছে আইপিএল নিলাম, কখন, কীভাবে সরাসরি দেখবেন?

কয়েকদিন পরেই দুবাইয়ে হতে চলেছে আইপিএল নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলি শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নিলামে থাকছেন মোট ৩৩৩ জন ক্রিকেটার। তাঁদেরও নিলামের দিকে নজর থাকছে।

আগামী মঙ্গলবার দুবাইয়ে হতে চলেছে আইপিএল নিলাম। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর আড়াইটেয় শুরু হবে আইপিএল নিলাম। এই প্রথম দেশের বাইরে হতে চলেছে আইপিএল নিলাম। দুবাইয়ের কোকা কোলা এরিনায় হবে আইপিএল নিলাম। টেলিভিশনে আইপিএল নিলাম সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে। সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ, ওয়েবসাইটে। শুধু ভারতের ক্রিকেটপ্রেমীদেরই নয়, সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদেরই নজর থাকবে আইপিএল নিলামের দিকে। কারণ, বিভিন্ন দেশের ক্রিকেটাররা আইপিএল নিলামে থাকছেন। কে কত দর পেতে চলেছেন, সেটা নিয়ে সবারই আগ্রহ থাকবে।

আইপিএল নিলামে ৩৩৩ জন ক্রিকেটার

Latest Videos

এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ৩৩৩ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি আছেন। নিলামে মোট ৭৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাঁদের মধ্যে থাকবেন ৩০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এছাড়া দেড় কোটি টাকা, ১ কোটি টাকা, ৭৫ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকাও দর দেওয়া হয়েছে। সর্বাধিক বেস প্রাইসের তালিকায় আছেন ৩ জন ভারতীয় ক্রিকেটার। আইপিএল নিলামে যে ক্রিকেটাররা আছেন, তাঁদের মধ্যে ২১৫ জন এখনও সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি। ১১৬ জন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২ ক্রিকেটার আইসিসি-র অ্যাসোসিয়েট দেশের।

সুবিধাজনক জায়গায় গুজরাট টাইটানস

আইপিএল নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ আছে গতবারের রানার্স গুজরাট টাইটানসের হাতে। হার্দিক পান্ডিয়া দল ছাড়ার পর আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে গুজরাট। এই ফ্র্যাঞ্চাইজির হাতে আছে ৩৮.১৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের হাতে সবচেয়ে কম ১৩.১৫ কোটি টাকা আছে। নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Auction: ১৯ ডিসেম্বর দুবাইয়েই হচ্ছে আইপিএল নিলাম, জানিয়ে দিল বিসিসিআই

IPL 2024: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল থেকে সরলেন জোফ্রা আর্চার

Shubman Gill: হার্দিক দল ছাড়ার পর গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari