IPL 2026 Auction: সবচেয়ে বেশি দাম ছিল তাঁর! সেই তারকাকেই এবার ছেড়ে দিচ্ছে হায়দ্রাবাদ?

Published : Nov 13, 2025, 07:02 PM IST
IPL 2026 Auction: সবচেয়ে বেশি দাম ছিল তাঁর! সেই তারকাকেই এবার ছেড়ে দিচ্ছে হায়দ্রাবাদ?

সংক্ষিপ্ত

IPL 2026 Auction: গত দুটি মরশুমে, হায়দ্রাবাদের হয়ে ক্লাসেন দুর্দান্ত পারফর্ম করলেও, একজন বিদেশী ব্যাটার-উইকেটকিপারের জন্য ২৩ কোটি টাকা আদৌ খরচ করা উচিত কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে কোন ক্রিকেটারদের ছাড়া হবে, তা নিয়ে দলগুলির মধ্যে জোর আলোচনা এবং চর্চা চলছে (IPL 2025 mega auction news)। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ত আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে (SRH player release 2025)। একটি রিপোর্ট অনুযায়ী, হায়দ্রাবাদ তাদের সবচেয়ে দামি ক্রিকেটার তথা দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেনকে ছেড়ে দিতে পারে। অবশ্য অধিনায়ক প্যাট কামিন্স, ওপেনার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ।

হেনরিখ ক্লাসেনকে ছেড়ে দেবে হায়দ্রাবাদ?

গত দুটি মরশুমে, হায়দ্রাবাদের হয়ে ক্লাসেন দুর্দান্ত পারফর্ম করলেও, একজন বিদেশী ব্যাটার-উইকেটকিপারের জন্য ২৩ কোটি টাকা আদৌ খরচ করা উচিত কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ক্লাসেনকে ছেড়ে দিলে মেগা নিলামের আগে হায়দ্রাবাদের পকেটে ২৩ কোটি টাকা আসবে। যা দিয়ে তারা আরও তিন-চারজন খেলোয়াড়কে দলে নিতে পারবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। 

হেনরিখ ক্লাসেন ছাড়াও ভারতীয় পেসার মহম্মদ শামি, জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেল, সিমরজিৎ সিং, রাহুল চাহার, ইংরেজ পেসার ব্রেডন কার্স এবং সচিন বেবিকেও হায়দ্রাবাদ ছেড়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

কাদের ধরে রাখা হতে পারে?

অপরদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ যে ক্রিকেটারদের ধরে রাখতে পারে, তারা কারা? প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, কামিন্দু মেন্ডিস, অথর্ব তাইদে, অনিকেত ভার্মা, স্মরণ রবিচন্দ্রন, ঈশান মালিঙ্গা এবং জীশান আনসারিকে ধরে রাখতে পারে হায়দ্রাবাদ।

হায়দ্রাবাদ ছেড়ে দিতে পারে হেনরিখ ক্লাসেন, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, সিমরজিৎ সিং, ব্রেডন কার্সে, সচিন বেবি, জয়দেব উনাদকাট এবং রাহুল চাহারকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম