আইপিএল ২০২৬: কলকাতা নাইট রাইডার্সে অভিষেক নায়ারের সহকারী কোচ শেন ওয়াটসন

Published : Nov 13, 2025, 03:59 PM ISTUpdated : Nov 13, 2025, 04:04 PM IST
rahul dravid shane watson

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: ২০২৫ সালের আইপিএল-এ (IPL 2025) ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। আগামী মরসুমে ভালো ফলের লক্ষ্যে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে কেকেআর ম্যানেজমেন্ট।

DID YOU KNOW ?
সাফল্যের লক্ষ্যে কেকেআর
২০২৫ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। আগামী মরসুমে সাফল্য পাওয়ার লক্ষ্যে কেকেআর।

IPL 2026: ২০২৬ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহকারী কোচ নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন (Shane Watson)। তিনি দীর্ঘদিন ধরে আইপিএল-এর সঙ্গে যুক্ত। খেলোয়াড় হিসেবে সাফল্য পেয়েছেন। ২০০৮ সালে প্রথম আইপিএল-এ সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই অলরাউন্ডার। তিনি রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়েও ভালো পারফরম্যান্স দেখান ওয়াটসন। টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই অলরাউন্ডার। এবার তাঁকে দায়িত্ব দিয়ে সাফল্যের খোঁজে কেকেআর। ২০২৬ সালের আইপিএল-এর নিলামের আগে কোচিং স্টাফে বদল করা হচ্ছে। সাপোর্ট স্টাফদের মতামত নিয়েই নিলামে খেলোয়াড় বাছাই করতে পারে কেকেআর।

অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ সাফল্য ওয়াটসনের

অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ওয়াটসন। টেস্টেও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি টপ অর্ডার ব্যাটার হিসেবে যেমন ভালো পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই সিম বোলার হিসেবেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। অনেক ম্যাচেই তিনি নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। ২০০৯ সালে তিনি অস্ট্রেলিয়াকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy, 2009) জিততে সাহায্য করেন। ২০০৭ ও ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন ওয়াটসন

কেকেআর-এর সহাকারী কোচ হিসেবে চ্যালেঞ্জ নিতে তৈরি ওয়াটসন

কেকেআর-এর সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াটসন বলেছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি সবসময় কেকেআর সমর্থকদের আবেগের কদর করেছি। সাফল্যের জন্য দলের দায়বদ্ধতারও কদর করি আমি। কোচিং গ্রুপের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। খেলোয়াড়দের সঙ্গেও কাজ করতে চাই। কলকাতাকে আরও একবার খেতাব জিততে সাহায্য করতে চাই।’ এবার কেকেআর-এর প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তাঁর সঙ্গে কাজ করবেন ওয়াটসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের আইপিএল-এ কেকেআর-এর সহকারী কোচ ওয়াটসন।
২০২৬ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন শেন ওয়াটসন।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের