Mustafizur Rahman: সুযোগ পেয়েও দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন না মুস্তাফিজুর রহমান!

Published : May 15, 2025, 04:56 PM ISTUpdated : May 15, 2025, 05:04 PM IST
Mustafizur Rahman

সংক্ষিপ্ত

Bangladesh pacer Mustafizur Rahman: এবারের আইপিএল-এর (IPL 2025) শেষদিকে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) সুযোগ পেয়েও কি খেলবেন না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান? তাঁর আচরণে ক্রিকেট মহলে সংশয় তৈরি হয়েছে।

Mustafizur Rahman leaves for UAE: অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে সুযোগ পেয়েও কি খেলবেন না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান? (Mustafizur Rahman) এই পেসার ভারতে আসার বদলে জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) টি-২০ সিরিজ (T20I series) খেলতে চলে যাওয়ায় সংশয় তৈরি হয়েছে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলি হবে ১৭ ও ১৯ মে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে জাতীয় পুরুষ সিনিয়র দলের সদস্যদের সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা হওয়ার ছবি শেয়ার করা হয়েছে। জাতীয় দলের সতীর্থ সৌম্য সরকার (Soumya Sarkar), শরিফুল ইসলাম (Shoriful Islam), তৌহিদ হৃদয় (Towhid Hridoy), নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto), নতুন অধিনায়ক লিটন দাসের (Litton Das) সঙ্গে মুস্তাফিজুরকে দেখা গিয়েছে। শারজায় টি-২০ সিরিজ খেলার পর এই পেসার দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন কি না স্পষ্ট নয়।

মুস্তাফিজুরকে ছাড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

মুস্তাফিজুরের দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সিইও নিজামুদ্দিন চৌধুরী (Nizamuddin Chowdhury) বলেছেন, ‘সূচি অনুযায়ী মুস্তাফিজুরের দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার কথা। আমরা আইপিএল কর্তাদের কাছ থেকে এ বিষয়ে কিছু জানতে পারিনি। মুস্তাফিজুরও এ বিষয়ে আমাকে কিছু জানায়নি।’

৬ কোটি টাকা হারাবেন মুস্তাফিজুর?

চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের মাত্র কয়েকটি ম্যাচ বাকি। তার জন্যই মুস্তাফিজুরের সঙ্গে ৬ কোটি টাকার চুক্তি হয়েছে। এই পেসার যদি দিল্লি ক্যাপিটালসে যোগ না দেন, তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন। গত মরসুমের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ছিলেন মুস্তাফিজুর। ৯ ম্যাচ খেলে এই পেসার ১৪ উইকেট নেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি চার উইকেট নেন। তবে তাঁকে ছেড়ে দেয় সিএসকে। নিলামে অন্য কোনও দল এই পেসারকে নেয়নি। এবার দিল্লি ক্যাপিটালস সুযোগ দিলেও, সেই সুযোগ হয়তো হারাতে চলেছেন এই পেসার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?