Vijay Mallya: 'এবার এসবিআই-এর স্বপ্নপূরণ করুন,' বিজয় মালিয়াকে ব্যঙ্গ আরসিবি সমর্থকদের

Published : Jun 04, 2025, 04:02 PM ISTUpdated : Jun 04, 2025, 04:08 PM IST
RCB with IPL Trophy

সংক্ষিপ্ত

Royal Challengers Bengaluru: ২০০৮ সাল থেকে টানা ব্যর্থতার পর শেষপর্যন্ত এবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ করতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের (Virat Kohli) অভিনন্দন জানাচ্ছে সারা বিশ্ব।

Vijay Mallya Congratulates Royal Challengers Bengaluru: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) অভিনন্দন জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়লেন পলাতক লিকার ব্যারন বিজয় মালিয়া (Vijay Mallya)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ঋণ পরিশোধ না করার কথা স্মরণ করিয়ে দিয়ে অনেকেই তাঁকে দেশে ফিরে আসতে বলছেন। এই ব্যবসায়ী প্রায় এক দশক দেশছাড়া। তাঁকে এখনও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বিদেশে বসেই দেশের সব খবর রাখছেন এই মদ ব্যবসায়ী। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেশের নানা বিষয়ে পোস্ট করেন। পাল্টা অনেকে তাঁকে 'চোর', 'প্রতারক' বলে আক্রমণ করেন। এবারও ঠিক সেটাই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছেন মালিয়া।

আরসিবি-র জয়ে মালিয়ার স্বপ্নপূরণ

২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়েছিল, তখন আরসিবি-র কর্ণধার ছিলেন মালিয়া। সে কথা উল্লেখ করে তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আমি যখন আরসিবি প্রতিষ্ঠা করেছিলাম, তখন আমার স্বপ্ন ছিল যে বেঙ্গালুরুতে আসবে আইপিএল ট্রফি। কিংবদন্তি কিং কোহলি যখন তরুণ খেলোয়াড় ছিলেন, তখন আমি তাঁকে দলে নিয়েছিলাম। এটা চমকপ্রদ যে তিনি ১৮ বছর ধরে আরসিবি-তে আছেন। আমি ইউনিভার্স বস ক্রিস গেইল, মিস্টার ৩৬০ এবি ডিভিলিয়ার্সকেও দলে নেওয়ার সম্মান অর্জন করেছি। তাঁদের আরসিবি-র ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। শেষপর্যন্ত বেঙ্গালুরুতে পৌঁছল আইপিএল ট্রফি। অভিনন্দন এবং যাঁরা আমার স্বপ্নপূরণ করেছেন তাঁদের ফের ধন্যবাদ জানাই। আরসিবি সমর্থকরা সেরা। তাঁদের আইপিএল ট্রফি প্রাপ্য ছিল। এ সালা কাপ বেঙ্গালুরু বারুথে!’

 

 

 

মালিয়াকে দেশে ফেরানো যাবে?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) আর্থিক কেলেঙ্কারির তদন্ত করে। মালিয়ার অপরাধের গুরুত্ব বিচার করে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি উঠছে। কিন্তু এই পলাতক ব্যবসায়ী এখনও পর্যন্ত ভারতের তদন্তকারী সংস্থাগুলির নাগালের বাইরে। তিনি বিদেশে বহাল তবিয়তে আছেন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম