IPL 2025: গত আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব হারানোর পর এখন সাধারণ খেলোয়াড় হিসেবে দলে আছেন রোহিত শর্মা। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান পেলেন না এই তারকা।
Rohjt Sharm IPL Record: রবিবার আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে এক লজ্জাজনক নজির গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। চিপকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে চার বল খেলে রান করার আগেই আউট হয়ে যান মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা ব্যাটার রোহিত। তিনি এই নিয়ে আইপিএল-এ ১৮ বার শূন্য রানে আউট হয়ে গেলেন। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও দীনেশ কার্তিকের সঙ্গে (Dinesh Karthik) যৌথভাবে আইপিএল-এ সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন রোহিত। তিনি আইপিএল-এ তৃতীয়বার খলিল আহমেদের বলে আউট হয়ে গেলেন। আর কোনও ম্যাচে শূন্য রানে আউট হয়ে গেলে এককভাবে লজ্জাজনক রেকর্ড গড়বেন রোহিত।
প্রথম ম্যাচেই খারাপ পারফরম্যান্স রোহিতের
গতবারের আইপিএল-এ রোহিতের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক নির্বাচিত করা হয়। সাধারণ ক্রিকেটার হিসেবে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখান রোহিত। তিনি ২০১৯ সালের আইপিএল-এর পর প্রথমবার কোনও মরসুমে ৪০০-এর বেশি রান করেন। ১৪ ইনিংসে ৪১৭ রান করেন এই তারকা ব্যাটার। তিনি একটি করে শতরান ও অর্ধশতরান করেন। এবারের আইপিএল-এর নিলামের আগে তাঁকে ১৬.৩০ কোটি টাকা দিয়ে রিটেইন করে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট। কিন্তু এবার প্রথম ম্যাচে রান পেলেন না রোহিত।
রোহিতের গ্লাভস নিয়ে কৌতূহল
মুম্বই ইন্ডিয়ানস-চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় রোহিতের গ্লাভসের ছবি ভাইরাল। সেই গ্লাভসে লেখা 'SAR'। রোহিতের মেয়ের নাম সামাইরা, ছেলের নাম আহান এবং স্ত্রীর নাম রিতিকা। অনুরাগীদের মতে, ছেলে-মেয়ে ও স্ত্রীর নামের অদ্যাক্ষর গ্লাভসে খোদাই করেছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার অবশ্য গ্লাভসের বিষয়ে কিছু বলেননি। তবে নতুন গ্লাভস পরে প্রথম ম্যাচ খেলতে নেমেই রান পেলেন রোহিত। তাঁর দলও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই ম্যাচে হারের পথে। ফলে আইপিএল ২০২৫-এর শুরুটা ভালোভাবে করতে পারলেন না রোহিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।