GT vs PBKS: আইপিএল (IPL 2025) মানেই যেন মেগা ক্রিকেট যুদ্ধ। আর মঙ্গলবার সন্ধ্যায়, মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স বনাম পাঞ্জাব কিংস (GT vs PBKS)।
GT vs PBKS: চলতি প্রতিযোগিতার অন্যতম আরেকটি হাইভোল্টেজ ম্যাচ (IPL 2025)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে খেলা শুরু। শুরুতেই আসা যাক পাঞ্জাবের কথায়। শ্রেয়স আইয়ার এবার এই দলের অধিনায়ক। নিঃসন্দেহে, এই মরশুমে পাঞ্জাবের ভাগ্য ফেরাতে তৎপর থাকবেন তিনি (IPL 2025 News)। তাঁকে এবার মেগা নিলামে রেকর্ড অর্থের বিনিময়ে দলে নিয়েছে পাঞ্জাব (Punjab Kings)। সবথেকে বড় বিষয়, শ্রেয়স (Shreyas Iyer) কিন্তু গত আইপিএলে চ্যাম্পিয়ন কেকেআর দলের অধিনায়ক ছিলেন।
তবে তিনি একা নন। গ্লেন ম্যাক্সওয়েল, আর্শদীপ সিং, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস এবং চাহালের দিকেও নজর থাকবে সবার। যারা যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিতে পারেন।
অন্যদিকে, গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক আবার শুভমান গিল (Shubman Gill)। যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে এসেছেন। সেইদিক দিয়ে দেখতে গেলে শ্রেয়সও বেশ ভালো খেলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু এদিনের ম্যাচে দুই দলের দুই অধিনায়ক এক অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। ফলে, বলাই যায় যে, খেলা হবে হাড্ডাহাড্ডি (GT vs PBKS live)।
তবে শুধু শুভমান নন, এই দলে আছেন কাগিসো রাবাডা, গ্লেন ফিলিপ্স, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, জস বাটলার, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর মতো তারকারাও। তাই লড়াই জমবে (GT vs PBKS match update)।
দুটি দলের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে? (GT vs PBKS Probable First XI)
গুজরাত টাইটান্সঃ শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার, সাই সুদর্শন, শাহরুখ খান, গ্লেন ফিলিপ্স, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
পাঞ্জাব কিংসঃ শ্রেয়স আইয়ার, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা/সূর্যশ শেগডে, মার্কো জ্যানসেন, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, আর্শদীপ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।