CSK vs SRH: হর্ষল প্যাটেলের ৪ উইকেট, হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে বিপাকে সিএসকে

Published : Apr 25, 2025, 09:22 PM ISTUpdated : Apr 25, 2025, 09:42 PM IST
Harshal Patel, Ravindra Jadeja, RCB, IPL 2022, CSK

সংক্ষিপ্ত

IPL 2025 CSK vs SRH: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় শেষ দুই স্থানে আছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চিপকে এই দুই দলের লড়াই চলছে।

IPL 2025 Chennai Super Kings vs Sunrisers Hyderabad: ঘরের মাঠ চিপকে আইপিএল-এর (IPL 2025) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে চাপে পড়ে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে গেল সিএসকে। অসাধারণ বোলিং করলেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন এই পেসার। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ২ উইকেট নিলেন। জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ২.৫ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ২ উইকেট নিলেন। ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিলেন কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)।

ডেওয়াল্ড ব্রেভিসের লড়াই

শুক্রবারই সিএসকে-র হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তিনি প্রথম ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখালেন। ২৫ বলে ৪২ রান করলেন ব্রেভিস। তিনি একটি বাউন্ডারি এবং চারটি ওভার-বাউন্ডারি মারেন। সিএসকে-র হয়ে সবচেয়ে বেশি রান ব্রেভিসই করেন। ওপেনার আয়ূষ মাত্রে (Ayush Mhatre) ১৯ বলে ৩০ রান করেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১৭ বলে ২১ রান করেন। দীপক হুডা (Deepak Hooda) ২১ বলে ২২ রান করেন। শিবম দুবে (Shivam Dube) ৯ বলে ১২ রান করেন।

ফের ব্যর্থ ধোনি

এদিনও দলের প্রয়োজনের সময় ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ১০ বল খেলে ৬ রান করেন। স্যাম কারান (Sam Curran) ১০ বল খেলে ৯ রান করেন। ওপেনার শায়েক রশিদ (Shaik Rasheed) প্রথম বলেই আউট হয়ে যান। এই কারণেই ঘরের মাঠে বড় স্কোর করতে পারল না পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সিএসকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, দলে ফিরলেন প্যাট কামিন্স
IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?