IPL 2025 Closing Ceremony: আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীকে সম্মান জানাবে বিসিসিআই

Published : May 27, 2025, 05:03 PM ISTUpdated : May 27, 2025, 05:05 PM IST
Colonel Sofia Qureshi Kon hai

সংক্ষিপ্ত

Tribute to Indian Armed Forces: ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) জেরে এবারের আইপিএল (IPL 2025) মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। তবে এখন ভালোভাবেই চলছে এই লিগ। ভারতীয় সশস্ত্রবাহিনীকে সম্মান জানাচ্ছে বিসিসিআই (BCCI)।

Thank You Armed Forces: ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনাল (IPL 2025 Final)। এই ম্যাচের আগে চলতি আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের সশস্ত্রবাহিনীকে (Indian armed forces) সম্মান জানাবে বিসিসিআই (BCCI)। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) জেরে এবারের আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। তারপর ফের শুরু হয়েছে খেলা। মঙ্গলবার লিগ পর্যায়ে শেষ ম্যাচ। তারপর শুরু হবে প্লে-অফের লড়াই। স্থগিত হয়ে যাওয়ার পর ফের আইপিএল যখন শুরু হয়, জায়ান্ট স্ক্রিনে সশস্ত্রবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেওয়া হয়। এবার আইপিএল ফাইনালেও সশস্ত্রবাহিনীকে বিশেষ সম্মান জানানো হবে। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে সারা দেশ গর্বিত। আইপিএল-এর মঞ্চেও তা দেখা যাচ্ছে।

দেশের নায়কদের সম্মান জানাচ্ছে বিসিসিআই

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান দেশের নায়কদের উৎসর্গ করা হচ্ছে। বিসিসিআই সচিব বলেছেন, ‘আমাদের সশস্ত্রবাহিনীর সাহসিকতা, শৌর্য ও নিঃস্বার্থ সেবাকে কুর্ণিশ জানাচ্ছে বিসিসিআই। অপারেশন সিঁদুদের সময় তাঁদের নায়কোচিত প্রচেষ্টা আমাদের রক্ষা করে চলেছে এবং সারা দেশকে অনুপ্রাণিত করছে। আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান সশস্ত্রবাহিনীর প্রতি উৎসর্গ করা হচ্ছে। আমাদের নায়কদের সম্মান জানানো হবে। ক্রিকেট সারা দেশের আবেগ। তবে দেশের চেয়ে বড় কিছু হয় না। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও আমাদের দেশের নিরাপত্তার চেয়ে বড় কিছু হয় না।’

এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের শুরু আইপিএল ২০২৫

'অপারেশন সিঁদুর'-এর পর যখন সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন স্থগিত হয়ে যায় আইপিএল। বিদেশি ক্রিকেটাররা ফিরে যান। তবে সংঘর্ষ থামার পরেই ফের শুরু হয়েছে আইপিএল। এখন এই লিগ ভালোভাবেই চলছে। চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছে আইপিএল। ক্রিকেটের পাশাপাশি সারা দেশে এখন সশস্ত্রবাহিনীকে নিয়েও আলোচনা চলছে। এই কারণেই সশস্ত্রবাহিনীকে সম্মান জানাচ্ছে বিসিসিআই

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত