Shreyas Iyer: 'খেলোয়াড়দের পাশে থাকে, প্রয়োজনে লাথিও মারে,' শ্রেয়াসের প্রশংসায় পন্টিং

Published : May 27, 2025, 03:11 PM ISTUpdated : May 27, 2025, 03:18 PM IST
Shreyas Iyer: 'খেলোয়াড়দের পাশে থাকে, প্রয়োজনে লাথিও মারে,' শ্রেয়াসের প্রশংসায় পন্টিং

সংক্ষিপ্ত

Ricky Ponting praised Shreyas Iyer: এবারের আইপিএল-এর (IPL 2025) শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। দলের এই সাফল্যের কৃতিত্ব অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে দিচ্ছেন প্রধান কোচ রিকি পন্টিং।

IPL 2025 Mumbai Indians vs Punjab Kings: আইপিএল-এ (IPL 2025) ১১ বছর পর প্রথমবার লিগ পর্যায়ে সেরা দুই দলের মধ্যে থাকা নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই সাফল্য অর্জন করার পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) প্রশংসায় পঞ্চমুখ দলের প্রধান কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। তিনি শ্রেয়াসকে ‘গুণসম্পন্ন’ বলে আখ্যা দিয়েছেন। তবে একইসঙ্গে দল নিয়ে পন্টিং বলেছেন, প্লে-অফে মার্কো জ্যানসেনের (Marco Jansen) অভাব পূরণ করা অত্যন্ত কঠিন হবে। ২০২০ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) দুর্দান্ত সাফল্য এনে দেওয়া পন্টিং-শ্রেয়াসের জুটি এবার পাঞ্জাব কিংসকে সাফল্য এনে দিচ্ছে। সোমবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয়ের পর পাঞ্জাব কিংস সেরা দুই দলের মধ্যে জায়গা করে নিয়েছে। যা তাদের ফাইনালের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় রেখেছে। 

শ্রেয়াসের অধিনায়কত্বের প্রশংসায় পন্টিং

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ। পন্টিংয়ের মতো, শ্রেয়াসের অধিনায়কত্বের মধ্যে একটা স্পার্ক আছে এবং এবারের আইপিএল-এর নিলামে কেন তাঁরা শ্রেয়াসের জন্য ২৬.৭৫ কোটি টাকা খরচ করতে ইচ্ছুক ছিলেন, তা বোঝা যাচ্ছে। পন্টিংয়ের কথায়, 'আমরা ওর উপর (নিলামের সময়) যে পরিমাণ অর্থ ব্যয় করেছি তা দেখে বোঝাই যায় যে আমরা ওকে এখানে চেয়েছিলাম। আমি দিল্লি ক্যাপিটালসে ওর সঙ্গে কাজ করেছি। কিন্তু সেখানে ট্রফি পাইনি। কিন্তু ও এমন একজন মানুষ যে খুব ভালো এবং অধিনায়কত্বের জন্য একটা স্পার্ক আছে। ও দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। খেলোয়াড়দের আস্থা অর্জন করেছে। এটা একটা বড় ব্যাপার। ও খেলোয়াড়দের পাশে থাকে। প্রয়োজনে ওদের উৎসাহিত করে। আবার দরকার হলে কোনও খেলোয়াড়কে লাথি মারতেও দ্বিধাবোধ করে না।'

প্লে-অফে জ্যানসেন না থাকায় চিন্তিত পন্টিং

প্লে-অফে জ্যানসেনকে পাচ্ছে না পাঞ্জাব কিংস। দক্ষিণ আফ্রিকার এই তারকা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final) খেলতে যাচ্ছেন। গ্রুপ পর্বে ১৬ উইকেট শিকার করা প্রোটিয়া তারকার অনুপস্থিতি সত্ত্বেও, পন্টিং বিশ্বাস করেন যে এই শূন্যস্থান পূরণ করার জন্য পর্যাপ্ত গভীরতা রয়েছে। তিনি বলেছেন, 'জ্যানসেন খুব ভালো মানুষ। ওর বিকল্প পাওয়া কঠিন। প্রতিটি দলই খেলোয়াড়দের অভাব অনুভব করছে। আমরা মনে করি আমাদের ভালো গভীরতা আছে এবং জ্যানসেনের অনুপস্থিতি সত্ত্বেও আমরা তা পূরণ করতে পারব।' 

প্রভসিমরন-প্রিয়াংশের প্রশংসায় পন্টিং

পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরন সিং মুম্বই ইন্ডিয়ানসে বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন। তবে অপর ওপেনার প্রিয়াংশ আর্য ঝোড়ো ৬২(৩৫) রানের ইনিংস খেলেছেন। যা পাঞ্জাবকে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেছে। এই দুই ব্যাটারের প্রশংসা করে পন্টিং বলেছেন, 'এটা স্পষ্ট যে এটি একটি গুণসম্পন্ন দল যা একই দিকে এগিয়ে চলেছে। প্রভসিমরন ২৩-২৪ বছর বয়সি এবং ৫০০ রান করেছে। প্রিয়াংশ এই টুর্নামেন্টের অন্যতম আবিষ্কার।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?