সংক্ষিপ্ত

সৌদি আরবের জেড্ডায় রবিবার শুরু হয়েছে আইপিএল ২০২৫ মেগা নিলাম। প্রথম দিন রেকর্ড গড়েছেন ব্যাটাররা। সোমবার নিলামের দ্বিতীয় দিন কারা বেশি দর পান, সেদিকে সবার নজর আছে।

  • ৮ কোটি টাকা পেলেন আকাশ দীপ। এই পেসারকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
  • ২ কোটি টাকায় পাঞ্জাব কিংসে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন।
  • আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান।
  • ৪.৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর।
  • দিল্লি ক্যাপিটালসে ফিরলেন মুকেশ কুমার। তিনি এবার ৮ কোটি টাকা পাচ্ছেন।
  • ১০.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। 

 

  • ২.৪ কোটি টাকায় গুজরাট টাইটানসে জেরাল্ড কোটজি।
  • ৬.৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে তুষার দেশপাণ্ডে।
  • ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসি।
  • আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও দলেই জায়গা হল না অজিঙ্কা রাহানের।
  • আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না ময়াঙ্ক আগরওয়াল।
  • একসময় সাড়া জাগানো ব্যাটার পৃথ্বী শ এবারের আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না।
  • আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না শার্দুল ঠাকুর।
  • ৩.২ কোটি টাকায় গুজরাট টাইটানসে যোগ ওয়াশিংটন সুন্দরের।
  • ২.৪ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে স্যাম কারান।
  • ৭ কোটি টাকায় পাঞ্জাব কিংসে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জ্যানসেন।
  • কোনও দলেই জায়গা পেলেন না ড্যারিল মিচেল।
  • ৫.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্রুণাল পান্ডিয়া।
  • কলকাতা নাইট রাইডার্স রিটেইন করেনি। ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিলেন নীতীশ রানা।
  • কোনও দলেই জায়গা পেলেন না ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
  • ১ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে রায়ান রিকেলটন।
  • কোনও দলে জায়গা পেলেন না উইকেটকিপার কে এস ভরত।
  • ২.৬০ কোটি টাকায় পাঞ্জাব কিংসে জশ ইনগ্লিস।
  • আইপিএল নিলামে কোনও দলেই সুযোগ পেলেন না অ্যালেক্স কেরি ও ডনোভান ফেরেইরা।
  • ১.৫০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে রভম্যান পাওয়েল।
  • আইপিএল ২০২৫ মেগা নিলামের দ্বিতীয় দিনের শুরুতেই কোনও দলে জায়গা পেলেন না নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস।

আইপিএল ২০২৫ মেগা নিলামের প্রথম দিন ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহালরা বিপুল দর পেয়েছেন। সোমবার নিলামের দ্বিতীয় তথা শেষ দিন কোন ক্রিকেটার কোন দলে জায়গা পান, সেদিকে সবার নজর থাকছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা রবিবার থেকেই কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে আলোচনা করছেন। দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলছে। সোমবার কেকেআর কাদের দলে নেয়, সেদিকে নজর রাখছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। একইসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের দল নিয়েও আলোচনা চলছে। দ্বিতীয় দিনের নিলাম শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে সবচেয়ে বেশি অর্থ আছে। আরসিবি ম্যানেজমেন্ট কীভাবে এই অর্থ খরচ করে, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।

নজরে দল না পাওয়া ক্রিকেটাররা

রবিবার আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও দলেই জায়গা পাননি ১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, পীযূষ চাওলা। সোমবার নিলামের দ্বিতীয় এই ক্রিকেটাররা কোনও দলে সুযোগ পান কি না, সেদিকে ক্রিকেট মহলের নজর থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।