আইপিএল ২০২৫ মেগা নিলাম শেষ হল। কোন দলে কারা সুযোগ পেলেন, কারাই বা কোনও দলু সুযোগ পেলেন না, দেখে নিন একনজরে-
- ইতিহাস গড়ে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে রাজস্থান রয়্যালসে ১৩ বছরের বৈভব সূর্যবংশী।
- ১ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে লুঙ্গি এনগিডি।
- ৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে মাধব তিওয়ারি।
- ৩০ লক্ষ টাকায় ত্রিপুরানা বিজয়।
- ৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে বিভান জ্যাকব।
- ৭৫ লক্ষ টাকায় গুজরাট টাইটানসে করিম জনত।
- ৩০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে মানবন্ত কুমার।
- ৩০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে অজয় মণ্ডল।
- ৩০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে প্রবীণ দুবে।
- কোনও দলে সুযোগ পেলেন না মুরুগান অশ্বিন।
- ৭৫ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে ম্যাথু ব্রিৎজকে।
- ৪০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন অনুকূল রায়।
- ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে ডনোভান ফেরেইরা।
- ৩০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে স্বস্তিক চিকারা।
- ৫৫ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে বংশ বেদি।
- কোনও দলে জায়গা পেলেন না অর্জুন তেন্ডুলকর, হার্বিক দেশাই, প্রিন্স চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি।
- ৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে আন্দ্রে সিদ্ধার্থ।
- ৩০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে রাজবর্ধন হাঙ্গারগেকর।
- ৩০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে আর্শিন কুলকার্ণি।
- ২ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে মইন আলি।
- ৭৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে উমরান মালিক।
- ৩০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে সচিন বেবি।
- ৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে শ্রেয়াস গোপাল।
- ৩০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে লুবনীত শিশোদিয়া।
- কোনও দলে জায়গা পেলেন না আনমোলপ্রীত সিং, ডেভিড ওয়ার্নার।
- ২ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরলেন দেবদত্ত পাড়িক্কল।
- কোনও দলে জায়গা পেলেন না শার্দুল ঠাকুর, ময়াঙ্ক আগরওয়াল, পীযূষ চাওলা।
- ২ কোটি টাকায় গুজরাট টাইটানসে গ্লেন ফিলিপস।
- ১.৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে এলেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। তিনি প্রথমে কোনও দলে জায়গা পাননি।
- ১.২ কোটি টাকায়. সানরাইজার্স হায়দরাবাদে ঈশান মালিঙ্গা।
- কোনও দলেই জায়গা পেলেন না রিপল প্যাটেল, অবিনাশ সিং, সঞ্জয় যাদব, উমঙ্গ কুমার, দিগ্বিজয় দেশমুখ, যশ দাবাস।
- কোনও দলেই জায়গা পেলেন না ক্রিস জর্ডান, কাইল জেমিয়েসন, নাথান স্মিথ, রস্টন চেজ, বিজয় কুমার, অজিত শেঠ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, ব্লেসিং মুজারবানি, ডোয়েন প্রিটোরিয়াস, অংশুমান হুডা, শিবা সিং, রাজ লিম্বানি।
- ৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে সত্যনারায়ণ রাজু।
- ৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে রামকৃষ্ণ ঘোষ।
- ৩০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে পাইলা অবিনাশ।
- কোনও দলে জায়গা পেলেন না অলি স্টোন, ল্যান্স মরিস, জেতস্বী দাহিয়া।
- ৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে কমলেশ নাগরকোটি।
- ৩০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে যুবরাজ চৌধুরী।
- কোনও দলেই জায়গা পেলেন না চেতন সাকারিয়া, সন্দীপ ওয়ারিয়র, আবদুল বাসিত, উইলিয়াম, ও'রুরকি, লুঙ্গি এনগিডি, অ্যাডাম মিলনে, দিলশান মদুশনাকা, অটনিল বার্টম্যান।
- কোনও দলে জায়গা পেলেন না মাইকেল ব্রেসওয়েল, নমন তিওয়ারি, দিবেশ শর্মা, কুলবন্ত খেজরোলিয়া।
- ৩০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে সূর্যাংশ শেডগে।
- ৩০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে মুশির খান।
- ৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে রাজ অঙ্গদ।
- কোনও দলে জায়গা পেলেন না ইমানজ্যোত চাহাল।
- ৩০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে অনিকেত ভার্মা।
- কোনও দলে জায়গা পেলেন না সলমন নিজার, শিবম মাভি, নবদীপ সাইনি।
- ৭৫ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে শামার জোশেফ।
- ২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে নাথান এলিস।
- ৩০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে প্রিন্স যাদব।
- ৮০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে জেভিয়ের বার্লেট।
- ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে দুষ্মন্ত্য চামিরা।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না জেসন বেহরেনডর্ফ, ম্যাথু শর্ট।
- ৭৫ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে কামিন্দু মেন্ডিস।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না কাইল মেয়ার্স, সরফরাজ খান।
- ১.২৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে অ্যারন হার্ডি।
- ১ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে ব্রাইডন কার্সে।
- ২.৬ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জ্যাকব বেথেল।
- আইপিএল নিলামে কোনও দলে জায়গা পেলেন না অর্পিত গুলেরিয়া।
- ৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে শ্রীজিৎ কৃষ্ণন।
- ৫০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে বিপরাজ নিগম। ৩০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে মনোজ ভাণ্ডাগে।
- ৩.৮ কোটি টাকায় পাঞ্জাব কিংসে প্রিয়াংশ আর্য।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না সচিন ধাস, লুক উড।
- ৭৫ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে রিসি টপলি।
- ৮০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে কুলদীপ সেন।
- আইপিএল নিলামে কোনও দলে জায়গা হল না কেনা মাফাকা, আলজারি জোশেফ, রিচার্ড গ্লেসন।
- ২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে ফজলহক ফারুকি।
- ৭৫ লক্ষ টাকায় গুজরাট টাইটানসে জয়ন্ত যাদব।
- ২ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে মিচেল স্যান্টনার।
- আইপিএল নিলামে কোনও দলে জায়গা পেলেন না সিকন্দর রাজা, গাস অ্যাটকিসন, স্টিভ স্মিথ, পথুম নিশাঙ্ক, ব্র্যান্ডন কিং, বৈলাপুডি যশবন্ত, রঘাব গয়াল।
- ২.২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গুর্জপনীত সিং।
- ৩০ লক্ষ টাকায় লখনউ সুপার কিংসে আকাশ সিং।
- ৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে অশ্বিনী কুমার।
- ৩০ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে আকাশ সিং।
- ৩০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ানসে অশ্বিনী কুমার।
- আইপিএলর নিলামে কোনও দলে জায়গা পেলেন না এল আর চেতন, শিবম সিং, আর্শিন কুলকার্ণি, রাজবর্ধন হাঙ্গারগেকর, ঋষি ধাওয়ান, যুধবীর চড়ক।
- আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও দলে জায়গা পেলেন না আন্দ্রে সিদ্ধার্থ, রিশাদ হোসেন, উমেশ যাদব, নবীন-উল-হক, মুস্তাফিজুর রহমান, উমরান মালিক, জশ ফিলিপস।
- ২ কোটি টাকায় গুজরাট টাইটানসে ফিরলেন আর সাই কিশোর।
- ১.৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রোমারিও শেফার্ড।
- ২.৮ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে স্পেনসার জনসন।
- ৭৫ লক্ষ টাকায় গুজরাট টাইটানসে ইশান্ত শর্মা।
- ১.৬ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নুয়ান থিসারা।
- ১ কোটি সানরাইজার্স হায়দরাবাদে জয়দেব উনাদকাট।
- ৩০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে হরনুর পান্নু।
- ২.৪ কোটি টাকায় পাঞ্জাব কিংসে আজমাতুল্লাহ ওমরজাই।
- ৫.২৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে উইল জ্যাকস।
- ১.৭ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে দীপক হুডা।
- ৩ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে টিম ডেভিড।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না মইন আলি।
- ২.৪ কোটি টাকায় লখনউ সুপার কিংসে শাহবাজ আহমেদ।
- ২.৬ কোটি টাকায় গুজরাট টাইটানসে শেরফান রাদারফোর্ড।
- দর ৭৫ লক্ষ টাকা। কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন মণীশ পাণ্ডে।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না বেন ডাকেট, ডেওয়াল্ড ব্রেভিস ফিন অ্যালেন, যথাবেধ সুব্রহ্মণ্যম, প্রশান্ত সোলাঙ্কি ও দিগবেশ সিং।
- ৭৫ লক্ষ টাকায় লখনউ সুপার জায়ান্টসে এম সিদ্ধার্থ।
- ৪০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে জিশান আনসারি।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না রাজন কুমার, বিদওয়াত কাবেরাপ্পাক, শাকিব হুসেন।
- ৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে মুকেশ চৌধুরী।
- ১.৩ কোটি টাকায় গুজরাট টাইটানসে গুরনার সিং ব্রার।
- কোনও দলেই জায়গা পেলেন না হার্ভিক দেশাই, বংশ বেদী ও অবিনাশ আরাভেল্লি। অনুকূল রায়ও কোনও দলে জায়গা পেলেন না।
- ৫০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরলেন স্বপ্নিল সিং।
- মধ্যাহ্নভোজের বিরতির পর ফের শুরু হয়েছে আইপিএল নিলাম। কোনও দলেই জায়গা পেলেন না স্বস্তিক চিকারা, শুভম দুবে, মাধব কৌশিক ও পুখরাজ মান।
- ৩০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে দর্শন নলকাণ্ডে।
- ১.৩ কোটি টাকায় গুজরাট টাইটানসে আর্শাদ খান।
- ৩.৪ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে অংশুল কম্বোজ।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না ময়াঙ্ক দাগার, হিম্মত সিং।
- ৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে শায়েক রশিদ।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না কেশব মহারাজ, আদিল রশিদ, আকিল হোসেন ও বিজয়কান্ত বিয়াসকান্ত।
- আইপিএল নিলামে ৯.২৫ কোটি টাকা দর পেলেন দীপক চাহার। এই পেসারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
- ৮ কোটি টাকা পেলেন আকাশ দীপ। এই পেসারকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
- ২ কোটি টাকায় পাঞ্জাব কিংসে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান।
- ৪.৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর।
- দিল্লি ক্যাপিটালসে ফিরলেন মুকেশ কুমার। তিনি এবার ৮ কোটি টাকা পাচ্ছেন।
- ১০.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।
- ২.৪ কোটি টাকায় গুজরাট টাইটানসে জেরাল্ড কোটজি।
- ৬.৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে তুষার দেশপাণ্ডে।
- ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসি।
- আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও দলেই জায়গা হল না অজিঙ্কা রাহানের।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না ময়াঙ্ক আগরওয়াল।
- একসময় সাড়া জাগানো ব্যাটার পৃথ্বী শ এবারের আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না।
- আইপিএল নিলামে কোনও দলেই জায়গা পেলেন না শার্দুল ঠাকুর।
- ৩.২ কোটি টাকায় গুজরাট টাইটানসে যোগ ওয়াশিংটন সুন্দরের।
- ২.৪ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে স্যাম কারান।
- ৭ কোটি টাকায় পাঞ্জাব কিংসে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জ্যানসেন।
- কোনও দলেই জায়গা পেলেন না ড্যারিল মিচেল।
- ৫.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্রুণাল পান্ডিয়া।
- কলকাতা নাইট রাইডার্স রিটেইন করেনি। ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিলেন নীতীশ রানা।
- কোনও দলেই জায়গা পেলেন না ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
- ১ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে রায়ান রিকেলটন।
- কোনও দলে জায়গা পেলেন না উইকেটকিপার কে এস ভরত।
- ২.৬০ কোটি টাকায় পাঞ্জাব কিংসে জশ ইনগ্লিস।
- আইপিএল নিলামে কোনও দলেই সুযোগ পেলেন না অ্যালেক্স কেরি ও ডনোভান ফেরেইরা।
- ১.৫০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে রভম্যান পাওয়েল।
- আইপিএল ২০২৫ মেগা নিলামের দ্বিতীয় দিনের শুরুতেই কোনও দলে জায়গা পেলেন না নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস।
আইপিএল ২০২৫ মেগা নিলামের প্রথম দিন ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহালরা বিপুল দর পেয়েছেন। সোমবার নিলামের দ্বিতীয় তথা শেষ দিন কোন ক্রিকেটার কোন দলে জায়গা পান, সেদিকে সবার নজর থাকছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা রবিবার থেকেই কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে আলোচনা করছেন। দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলছে। সোমবার কেকেআর কাদের দলে নেয়, সেদিকে নজর রাখছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। একইসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের দল নিয়েও আলোচনা চলছে। দ্বিতীয় দিনের নিলাম শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে সবচেয়ে বেশি অর্থ আছে। আরসিবি ম্যানেজমেন্ট কীভাবে এই অর্থ খরচ করে, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।
নজরে দল না পাওয়া ক্রিকেটাররা
রবিবার আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও দলেই জায়গা পাননি ১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, পীযূষ চাওলা। সোমবার নিলামের দ্বিতীয় এই ক্রিকেটাররা কোনও দলে সুযোগ পান কি না, সেদিকে ক্রিকেট মহলের নজর থাকছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।