IPL 2025 Mega Auction Updates: আইপিএল ২০২৫ মেগা নিলামের দ্বিতীয় দিন কারা কোন দলে? দেখে নিন তালিকা

এবারের আইপিএল নিলামে সব ফ্র্যাঞ্চাইজিই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। এবার আগামী বছর খেলা শুরু হওয়ার অপেক্ষায় সবপক্ষ।

আইপিএল ২০২৫ মেগা নিলাম শেষ হল। কোন দলে কারা সুযোগ পেলেন, কারাই বা কোনও দলু সুযোগ পেলেন না, দেখে নিন একনজরে-

 

 

আইপিএল ২০২৫ মেগা নিলামের প্রথম দিন ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহালরা বিপুল দর পেয়েছেন। সোমবার নিলামের দ্বিতীয় তথা শেষ দিন কোন ক্রিকেটার কোন দলে জায়গা পান, সেদিকে সবার নজর থাকছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা রবিবার থেকেই কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে আলোচনা করছেন। দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলছে। সোমবার কেকেআর কাদের দলে নেয়, সেদিকে নজর রাখছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। একইসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের দল নিয়েও আলোচনা চলছে। দ্বিতীয় দিনের নিলাম শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে সবচেয়ে বেশি অর্থ আছে। আরসিবি ম্যানেজমেন্ট কীভাবে এই অর্থ খরচ করে, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।

নজরে দল না পাওয়া ক্রিকেটাররা

রবিবার আইপিএল ২০২৫ মেগা নিলামে কোনও দলেই জায়গা পাননি ১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, পীযূষ চাওলা। সোমবার নিলামের দ্বিতীয় এই ক্রিকেটাররা কোনও দলে সুযোগ পান কি না, সেদিকে ক্রিকেট মহলের নজর থাকছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News