Mumbai Indians: 'অপারেশন সিঁদুর'-এর পর বন্ধ ধরমশালা বিমানবন্দর, সরতে পারে আইপিএল ম্যাচ

Published : May 07, 2025, 11:47 PM ISTUpdated : May 07, 2025, 11:57 PM IST
Dharamsala Stadium

সংক্ষিপ্ত

Operation Sindoor: মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর সারা দেশেই উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ফলে আইপিএল (IPL 2025) নিয়েও সমস্যা হচ্ছে।

Mumbai Indians vs Punjab Kings IPL 2025: ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) উত্তেজনার জেরে আইপিএল-এ (IPL 2025) প্রভাব পড়তে চলেছে। ধরমশালা (Dharamsala) বিমানবন্দর বন্ধ থাকার জেরে পাঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) এবং পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচ অন্য কোনও শহরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার অপেক্ষায় বিসিসিআই। সরকার অনুমতি দিলে তবেই ধরমশালায় ম্যাচ হবে। না হলে অন্য কোনও শহরে সরে যাবে আইপিএল ম্যাচ। 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে চলছে আইপিএল ম্যাচ। কিন্তু দেশের যে শহরগুলি পাকিস্তান সীমান্তের কাছাকাছি, সেখানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই কারণেই ধরমশালায় ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচ

বৃহস্পতিবার ধরমশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার কথা। তারপর রবিবার এই শৈলশহরেই পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধরমশালায় এই দুই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় রয়েছে। ধরমশালা বিমানবন্দরে উড়ান কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর মধ্যে যদি সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে ধরমশালায় ম্যাচ আয়োজন করা কঠিন।

ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হলে কোথায় হবে ম্যাচ?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচ ধরমশালা থেকে সরিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নিয়ে যাওয়া হতে পারে। ধরমশালার পাশাপাশি চণ্ডীগড় (Chandigarh) বিমানবন্দরও বন্ধ। ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে সড়কপথে ধরমশালা যাওয়া যেতে পারে। কিন্তু তাতে ক্রিকেটারদের দীর্ঘ যাত্রা করতে হবে। সব পরিস্থিতিই বিবেচনা করছে বিসিসিআই। প্রয়োজনে আইপিএল-এর সূচিও বদল করা হতে পারে। তবে বৃহস্পতিবারের ম্যাচের সূচি বদল করা কঠিন। কারণ, একদমই সময় নেই। রবিবারের ম্যাচের আগে কিছুটা সময় রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?