IPL 2025 Final: পরনে আরসিবি জার্সি, মাথায় পাগড়ি, আইপিএল ফাইনালে কার পক্ষে ক্রিস গেইল?

Published : Jun 03, 2025, 08:01 PM ISTUpdated : Jun 03, 2025, 08:03 PM IST
Chris Gayle

সংক্ষিপ্ত

Royal Challengers Bengaluru vs Punjab Kings: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ২০২৫ ফাইনালে (IPL 2025 Final) মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এই ম্যাচে হাজির ক্রিস গেইল (Chris Gayle)।

Chris Gayle in IPL 2025 Final: 'এদিকেও আছি, ওদিকেও আছি।' মঙ্গলবার আইপিএল ২০২৫ ফাইনালে (IPL 2025 Final) আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের (Chris Gayle) পোশাক দেখে তেমনই মনে হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ দেখতে গ্যালারিতে আছেন গেইল। তিনি আরসিবি-র জার্সি পরে আছেন। একইসঙ্গে মাথায় আছে পাগড়ি। আইপিএল-এ এই দুই দলের হয়েই খেলেছেন গেইল। তিনি ভালো ব্যাটিং করেছেন। কিন্তু কোনও দলকেই চ্যাম্পিয়ন করতে পারেননি। এবার গেইলের প্রাক্তন দুই দল ফাইনালে। কোনও এক দল প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে চলেছে। এই কারণেই হয়তো গেইল ঠিক করতে পারছেন না কোন প্রাক্তন দলকে সমর্থন করবেন। তিনি দুই দলের পক্ষেই আছেন।

আইপিএল ফাইনালের আকর্ষণ গেইল

ক্রিকেট দুনিয়ায় বর্ণময় চরিত্র গেইল। এই ক্যারিবিয়ান কিংবদন্তি 'ইউনিভার্স বস' হিসেবে পরিচিত। মঙ্গলবার আইপিএল ফাইনালে গ্যালারিতে অন্যতম আকর্ষণ গেইল। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই কিংবদন্তি বরাবরই মজার চরিত্র। আইপিএল ফাইনালেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer) যখন মাঠে লড়াই করছেন, তখন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করছেন গেইল।

 

 

আইপিএল ফাইনালে হাজির এবি ডিভিলিয়ার্স

গেইলের পাশাপাশি আইপিএল ফাইনাল দেখতে আমেদাবাদে হাজির হয়েছেন একসময় আরসিবি-তে তাঁর সতীর্থ এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। সেই সময় আরসিবি-র ব্যাটিং লাইনআপের ভরসা ছিলেন বিরাট, গেইল ও এবি। তবে তাঁরাও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। এবার এবি আশা করছেন, তাঁর প্রিয় বন্ধু বিরাটের হাতে ট্রফি উঠবে। গেইল কোন দলকে সমর্থন করবেন ঠিক করতে না পারলেও, এবি কিন্তু তাঁর মত স্পষ্ট করে দিয়েছেন। তিনি চাইছেন পুরনো দল আরসিবি চ্যাম্পিয়ন হোক। বিরাটের সাফল্য দেখতে চাইছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত