PBKS vs RCB Final: ২২ গজে অপেক্ষা করে রয়েছে ধুন্ধুমার লড়াই (rcb vs pbks final 2025) হাইভোল্টেজ লড়াই, যেখানে মুখোমুখি দুই যুযুধান প্রতিপক্ষ (ipl final teams 2025)। মঙ্গলবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের অন্যতম মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bangalore)। নিঃসন্দেহে টানটান উত্তেজনার ক্রিকেট অপেক্ষা করে রয়েছে। ২২ গজে অপেক্ষা করে রয়েছে ধুন্ধুমার লড়াই (rcb vs pbks 2025)।
রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আহমেদাবাদের ২২ গজ যথেষ্ট স্কোরিং একটি পিচ। তাই বড় রান যে উঠবে, সেই কথা বলাই বাহুল্য। আর দুই দলই আগে ব্যাট করে এবং রান তাড়া করতে জিততে ওস্তাদ। স্বাভাবিকভাবেই, এই কথা বলাই যায় যে, ২২ গজের অন্যতম একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এটি।
পাঞ্জাব কিংসঃ প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, কাইলে জেমিয়েসন, বিজয়কুমার ভিশাক, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল
ইমপ্যাক্ট সাবঃ প্রভসিমরণ সিং, প্রবীণ দুবে, সূর্যাংশ শেডগে, জেভিয়ার বার্টলেট, হরপ্রীত ব্রার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড
ইমপ্যাক্ট সাবঃ রাসিখ সালাম, মনোজ ভান্ডাগে, টিম সেফার্ট, স্বপ্নিল সিং, সুয়শ শর্মা
এখনও পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৮ বার জিতেছে পাঞ্জাব এবং ১৮ বার জয় পেয়েছে বেঙ্গালুরু।
পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়াও প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, জশ ইংলিস, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই এবং আর্শদীপ সিংরা যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
অন্যদিকে, আরসিবি জার্সিতে বিরাট কোহলি ছাড়াও ফিল সল্ট, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা এবং জশ হ্যাজেলউডদের দিকে কিন্তু নজর রাখতেই হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।