IPL 2025 Final RCB vs PBKS: আইপিএল ফাইনালে ২ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না আরসিবি!

Published : Jun 03, 2025, 02:57 PM ISTUpdated : Jun 03, 2025, 03:25 PM IST
RCB vs PBKS Final

সংক্ষিপ্ত

IPL Final RCB vs PBKS: মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ২০২৫ ফাইনাল। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)।

IPL 2025 Final Royal Challengers Bengaluru vs Punjab Kings: একজনের ব্যক্তিগত কারণ। অপরজনের চোট। এই কারণে মঙ্গলবার আইপিএল ফাইনালে (IPL 2025) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নির্ভরযোগ্য দুই বিদেশি ক্রিকেটারকে না-ও পেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এই দুই বিদেশি ক্রিকেটার হলেন ফিল সল্ট (Phil Salt) ও টিম ডেভিড (Tim David)। সন্তানের জন্মের জন্য দেশে ফিরে গিয়েছিলেন সল্ট। তিনি মঙ্গলবার ভোরে ভারতে ফিরেছেন। আইপিএল ফাইনাল শুরু হওয়ার ১৬ ঘণ্টা আগে দলে যোগ দিলেও, সল্ট খেলবেন কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে। কারণ, ক্লান্তি বড় ভূমিকা পালন করতে পারে। তাছাড়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনও করেননি সল্ট। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ডেভিড। গ্রুপ পর্যায়ে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসের শেষ ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় চোট পান ডেভিড। এই চোটের কারণে তিনি কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি। এবার ফাইনালেও অনিশ্চিত এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

প্রথমবার আইপিএল জিততে মরিয়া আরসিবি

আইপিএল-এর প্রথম মরসুম থেকে যে দলগুলি খেলছে, তাদের মধ্যে আরসিবি, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস এখনও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার আরসিবি বা পাঞ্জাব কিংসের মধ্যে কোনও এক দল আইপিএল জিততে চলেছে। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালে পৌঁছেও হেরে যায় আরসিবি। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)। ফাইনালে সল্ট খেলতে না পারলে বিরাটের সঙ্গে ব্যাটিং ওপেন করতে পারেন টিম সিফার্ট (Tim Seifert)। ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন রোমারিও শেফার্ড (Romario Shepherd)। গ্রুপ পর্যায়ের ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলেন শেফার্ড। ফাইনালেও তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশায় দল।

আইপিএল ফাইনালে বৃষ্টির আশঙ্কা

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল কোয়ালিফায়ার টু শুরু হওয়ার আগে বৃষ্টি হয়েছিল। মঙ্গলবার ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ম্যাচ ভালোভাবে হবে বলেই আশায় সবপক্ষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?