IPL 2025 Final: আইপিএল ফাইনালে ব্যর্থ শ্রেয়াস আইয়ার, চোখে জল নায়ক বিরাট কোহলির

Published : Jun 04, 2025, 12:44 AM ISTUpdated : Jun 04, 2025, 01:10 AM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Royal Challengers Bengaluru vs Punjab Kings: মঙ্গলবার আইপিএল ফাইনালে (IPL 2025) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। স্বপ্নপূরণ হল বিরাট কোহলির (Virat Kohli)।

IPL 2025 Final Virat Kohli: ৩৫ বলে ৪৩ রান। স্ট্রাইক রেট ১২২.৮৬। মাত্র ৩টি বাউন্ডারি। সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দল হেরে গেলে সমালোচনার মাত্রা বাড়ত। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হতেই নায়কে পরিণত হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনিই মঙ্গলবার আইপিএল ফাইনালে (IPL 2025 Final) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে আরসিবি-র হয়ে সবচেয়ে বেশি রান করেন। দ্রুত রান করতে না পারলেও, এদিন বিরাট যে রান করেন, সেটাই নির্ণায়ক হয়ে গেল। ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের চোখে জল দেখা যায়। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালে হেরে যায় আরসিবি। এবার সেই হতাশা দূর করে দলকে চ্যাম্পিয়ন করলেন বিরাট।

বিরাটের সাফল্যের দিনে ব্যর্থ শ্রেয়াস

পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এদিন নায়ক হতে পারতেন। গতবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার পাঞ্জাবের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন শ্রেয়াস। কিন্তু তাঁর দল ৬ রানে হেরে যাওয়ায় পরপর দু'বছর দু'টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল জেতার নজির গড়তে পারলেন না শ্রেয়াস। তিনি ফাইনালে একাধিক ভুল করলেন। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কাজে লাগল না। ব্যাট হাতেও সাফল্য পেলেন না পাঞ্জাব কিংসের অধিনায়ক। তিনি ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান। দল হেরে যাওয়ায় হতাশ শ্রেয়াস। তিনি সারা প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখিয়েও দলকে চ্যাম্পিয়ন করতে পারলেন না।

পাঞ্জাবের বিরুদ্ধে দাপট আরসিবি-র

এবারের আইপিএল-এর কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংসকে সহজেই হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আরসিবি। এরপর মঙ্গলবার আইপিএল ফাইনালেও পাঞ্জাবকে হারিয়েই চ্যাম্পিয়ন হলেন বিরাটরা। আইপিএল-এ শেষ দুই সাক্ষাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেল আরসিবি। এর মধ্যে ফাইনালের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম