Virat Kohli: ইতিহাসের অপেক্ষা, ১৭ বছরের হতাশার পর আইপিএল জিততে পারবেন বিরাট কোহলি?

Published : Jun 03, 2025, 06:05 PM ISTUpdated : Jun 03, 2025, 06:06 PM IST

IPL 2025 Final: মঙ্গলবার আইপিএল ফাইনাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি পাঞ্জাব কিংস (Punjab Kings)। বিরাট কোহলি (Virat Kohli) বনাম শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) লড়াই। আমেদাবাদে ইতিহাসের অপেক্ষা।

PREV
110
আইপিএল-এর প্রথম মরসুম থেকে আরসিবি-র হয়ে খেলছেন, ১৮-তম বছরে খেতাব জিতবেন বিরাট কোহলি?

২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। এখনও তিনি খেতাব জিততে পারেননি। এবার ১৮-তম মরসুমে চতুর্থবার আইপিএল ফাইনাল খেলতে নেমে প্রথমবার ট্রফি জেতার লক্ষ্যে বিরাট।

210
৩ বার আইপিএল ফাইনালে হেরে যাওয়ার পর এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া বিরাট কোহলি

টি-২০, টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে অন্তত একবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বিরাট কোহলি।

310
এবারের আইপিএল-এও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি, ফাইনালেও তিনি নায়ক হয়ে ওঠার লক্ষ্যে

এবারের আইপিএল-এ ১৪ ইনিংসে ৬১৪ রান করেছেন বিরাট কোহলি। তিনি ফাইনালেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম ভরসা।

410
গতবারের আইপিএল-এ স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার পর এবার জবাব দিয়েছেন বিরাট কোহলি

২০২৪ সালের আইপিএল-এ বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছিল। তবে এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন এই তারকা। তিনি আইপিএল-এ কোনও এক মরসুমে সর্বাধিক স্ট্রাইক রেট ১৫৪.৬৯ করেছেন।

510
আইপিএল-এ কোনও এক মরসুমে বিরাট কোহলির সর্বাধিক রান ৯৭৩, তাতেও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি

২০১৬ সালের আইপিএল-এ ১৬ ইনিংসে ৯৭৩ রান করেন বিরাট কোহলি। কিন্তু তারপরেও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার দলকে ট্রফি জেতানোর লক্ষ্যে বিরাট।

610
আইপিএল প্লে-অফে বিরাট কোহলির রেকর্ড খুব একটা ভালো নয়, এই কারণেই ভুগেছে তাঁর দল

আইপিএল প্লে-অফে ১৬ ম্যাচ খেলে ২৫.২১ গড়ে ৩৫৩ রান করেছেন বিরাট কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১২০.৮৯। এই তারকা ব্যাটার আইপিএল প্লে-অফে ২ বার ৫০-এর বেশি রান করেছেন।

710
৩ বার আইপিএল ফাইনাল খেলে মাত্র একবার অর্ধশতরান করেছেন বিরাট কোহলি

৩ বার আইপিএল ফাইনাল খেলে ৩২ গড়ে ১২৮ স্ট্রাইক রেটে ৯৬ রান করেছেন বিরাট কোহলি। তিনি মাত্র একবার আইপিএল ফাইনালে অর্ধশতরান করেছেন।

810
মঙ্গলবার আইপিএল ফাইনালে বড় ইনিংস খেলে আরসিবি-কে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে বিরাট কোহলি

২০০৯, ২০১১ ও ২০১৬ সালের আইপিএল ফাইনালে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারেননি বিরাট কোহলি। এবার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে মরিয়া।

910
এবারের আইপিএল-এ দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন বিরাট কোহলি, তিনি বড় ইনিংস গড়ছেন

এবারের আইপিএল-এর শুরু থেকেই বড় শট খেলার বদলে ইনিংস গড়ার দিকে মন দিচ্ছেন বিরাট কোহলি। মঙ্গলবার ফাইনালেও তিনি সেভাবেই ব্যাটিং করতে চান।

1010
বিরাট কোহলি মঙ্গলবার প্রথমবার আইপিএল ট্রফি স্পর্শ করবেন, আশায় অনুরাগীরা

বিরাট কোহলির অনুরাগীদের আশা, এবার খেতাব জিততে পারবেন এই কিংবদন্তি।

Read more Photos on
click me!

Recommended Stories