IPL 2025 Final Punjab Kings: মঙ্গলবার আইপিএল ফাইনাল। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে পাঞ্জাব কিংস। এবারের আইপিএল-এর শুরু থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। ফলে ফাইনালেও জয়ের আশা রয়েছে।

IPL 2025 Final Royal Challengers Bengaluru vs Punjab Kings: আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে পরপর দু'বছর দু'টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তে পারবেন শ্রেয়াস আইয়ার? (Shreyas Iyer) মঙ্গলবার আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) প্রথমবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে খেলতে নামছেন শ্রেয়াস। তিনিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে দলের প্রধান ভরসা। কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন শ্রেয়াস। এবার ফাইনালেও তিনি একইরকম পারফরম্যান্স দেখাতে মরিয়া। তবে শুধু শ্রেয়াসই নন, আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসের ভরসা দলের তরুণ ক্রিকেটাররা। বিশেষ করে চারজন আনক্যাপড ব্যাটার প্রভসিমরন সিং (Prabhsimran Singh), প্রিয়াংশ আর্য (Priyansh Arya), নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ও শশাঙ্ক সিং (Shashank Singh) পাঞ্জাব কিংসের ভরসা।

প্রথমবার আইপিএল জিততে পারবে পাঞ্জাব কিংস?

আইপিএল-এর ইতিহাসে পাঞ্জাব কিংসের রেকর্ড খুব ভালো নয়। ২০১৪ সালে ফাইনালে পৌঁছলেও, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে হেরে যায় পাঞ্জাব কিংস। এই একবারই ফাইনালে পৌঁছয় এই ফ্র্যাঞ্চাইজি। এছাড়া আর কোনও উল্লেখযোগ্য সাফল্য নেই। অনেকবার প্লে-অফের যোগ্যতা অর্জনও করতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। তবে এবার দলকে বদলে দিয়েছেন শ্রেয়াস। তাঁর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন পাঞ্জাব কিংসের তরুণ ক্রিকেটাররা। প্রথমবার আইপিএল-এ খেলতে নেমেই চমকে দিয়েছেন প্রিয়াংশ। এই তরুণ বাঁ হাতি ব্যাটার ১৬ ম্যাচ খেলে ৪৫১ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৮৩.৩৩। আইপিএল-এর ইতিহাসে কোনও এক মরসুমে পাঞ্জাব কিংসের যে ব্যাটাররা ৪৫০-এর বেশি রান করেছেন, তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক স্ট্রাইক রেট প্রিয়াংশের। সবার আগে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ১৮৭.৭৫।

প্রভসিমরন, নেহাল, শশাঙ্কেরও অসাধারণ পারফরম্যান্স

এবারের আইপিএল-এ ১৬ ম্যাচ খেলে ৫২৩ রান করেছেন প্রভসিমরন। তাঁর স্ট্রাইক রেট ১৬৩.৪৩। নেহাল ৩২.১৮ গড়ে ৩৫৪ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫০.৬৩। শশাঙ্কের ব্যাটিংয়ের গড় ৪১.২৮। পাঞ্জাব কিংসের ব্যাটারদের মধ্যে তাঁর চেয়ে ভালো গড় শুধু শ্রেয়াসের। ফাইনালেও তরুণ ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশায় পাঞ্জাব কিংস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।