রবিবারই কি আইপিএল-এ শেষ ম্যাচ খেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি?
রবিবার এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলল চেন্নাই সুপার কিংস। তবে দলকে ছাপিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েই বেশি আলোচনা চলছে।
210
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছে, এই কিংবদন্তি সেই ইঙ্গিতও দিয়েছেন
রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনি অবসরের ইঙ্গিত দেননি। তবে ম্যাচ শেষ হওয়ার পর অবসরের ইঙ্গিত দিয়েছেন।
চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে ইঙ্গিত দেওয়া হয়েছে, ধোনি খেললে ম্যানেজমেন্ট খুশি হবে।
610
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল-এ খেলতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, ‘আমার শরীর দিচ্ছে। আইপিএল-এ খেলার ধকল নিতে পারছি।’ এই মন্তব্যেই স্পষ্ট, এখনই অবসর নিচ্ছেন না তিনি।
710
কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায় তিনি ফিটনেস বজায় রাখার চেষ্টা করছেন, জানিয়েছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, ‘প্রতি বছর নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে। বিশেষ করে আমি যখন কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। শরীর মেরামত করতে হয়।’
810
ফিটনেস ধরে রাখতে পারলে তবেই আগামী বছরের আইপিএল-এ খেলবেন বলে জানিয়েছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, ‘আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য চার-পাঁচ মাস আছে। কোনও তাড়াহুড়ো নেই। আমাকে সেরা জায়গায় থাকতে হবে। ক্রিকেটাররা যদি পারফরম্যান্সের জন্য অবসর নিতে শুরু করে, তাহলে অনেকে ২২ বছরেই অবসর নেবে।’
910
আগামী বছরের আইপিএল-এ ফিরবেন, সে বিষয়ে নিশ্চয়তা দিলেন না মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘আমি রাঁচিতে ফিরে যাব। বাইক নিয়ে ঘুরব। আমি বলছি না কেরিয়ার শেষ। আবার এ-ও বলছি না যে ফিরে আসব। আমার কাছে অনেক সময় আছে। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব।’
1010
প্লে-অফের যোগ্যতা অর্জন না করলেও, এবারের আইপিএল-এর শেষ ম্যাচে জয় পেল সিএসকে
রবিবার আইপিএল-এ নিজেদের শেষ ম্যাচে গুজরাট টাইটানসকে ৮৩ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। ফলে ভালোভাবেই এবারের আইপিএল শেষ করল সিএসকে।