MS Dhoni Retirement: পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে আইপিএল-এ (IPL 2025) এখনও খেলে চলেছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

Adam Gilchrist on MS Dhoni Retirement: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এবারের আইপিএল-এর (IPL 2025) পরেই অবসর নেওয়া উচিত। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। বুধবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হচ্ছে সিএসকে। এই ম্যাচের আগে গিলক্রিস্ট বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটে কারও কাছে কিছু প্রমাণ করার নেই। কী করতে হবে সেটা ও ভালোভাবে জানে। ভবিষ্যতে কী করবে ও সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয়, ওর আগামী বছর খেলা উচিত নয়। আমি তোমাকে ভালোবাসি এমএস। তুমি একজন চ্যাম্পিয়ন এবং একজন আইকন।’ পাঁচ বছর আগে যেমন হঠাৎই সবাইকে হতবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, তেমনভাবেই কি আইপিএল থেকে অবসর নেবেন ধোনি? উত্তর সময়ের গর্ভে।

খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত ধোনি

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে সিএসকে। ৯ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা। হার ৭ ম্যাচে। দল যেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না, তেমনই ধোনি নিজেও ভালো ব্যাটিং করতে পারছেন না। তিনি লোয়ার অর্ডারে এমন সময়ে ক্রিজে যাচ্ছেন, যখন বিশেষ কিছু করার থাকছে না। দলের প্রয়োজনের সময় ধোনির ব্যাট চলছে না। তিনি ফিনিশ করতে পারছেন না। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চোট পেয়ে ছিটকে যাওয়ায় এখন সিএসকে-র অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ধোনি। কিন্তু তিনি দলকে পয়েন্ট তালিকায় উপরের দিকে নিয়ে যেতে পারছেন না। ধোনির এখন বয়স ৪৩ বছর। অনেকেই দাবি করছেন, তাঁর প্রতিবর্ত ক্রিয়া আর আগের মতো নেই। আগামী বছরের আইপিএল-এর সময় ধোনির বয়স হবে প্রায় ৪৪ বছর। সেই বয়সে তাঁর পক্ষে আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানো সম্ভব হবে কি না, সে বিষয়ে অনেকেই সন্দিহান। এই কারণেই অবসর নিয়ে আলোচনা চলছে।

চিপকে ঘুরে দাঁড়াতে পারবে সিএসকে?

আইপিএল-এর শুরু থেকেই ঘরের মাঠ চিপক ধোনিদের দুর্গ হিসেবে পরিচিত। কিন্তু এবার উল্টো ফল দেখা যাচ্ছে। ঘরের মাঠেও জয় পাচ্ছে না সিএসকে। এবার ধোনিদের ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। ব্যাটিং লাইনআপে গভীরতা দেখা যাচ্ছে না। এবার সিএসকে-র স্পিনাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এই কারণেই দল পয়েন্ট তালিকায় তলানিতে। প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা আর নেই বললেই চলে। তবে জয়ে ফিরতে মরিয়া ধোনিরা। এবারের আইপিএল চলাকালীন একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে সিএসকে। আয়ূষ মাত্রে (Ayush Mhatre) ও ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) দলে নেওয়া হয়েছে। ১৭ বছর বয়সি আয়ূষ মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে সিএসকে-র হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রেভিস। সেই ম্যাচে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে এখন এই দুই খেলোয়াড়ের উপর ভরসা করছে সিএসকে।

আইপিএল নিলামে ভুল করেছে সিএসকে?

অনেকে দাবি করছেন, অনেকে দাবি করছেন, এবারের আইপিএল-এর মেগা নিলামে খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে ভুল করেছে সিএসকে। প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকরাও বলছেন, দলে তাজা রক্ত দরকার। টি-২০ ক্রিকেটের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এই বদলের সঙ্গে যাঁরা মানিয়ে নিতে পারবেন, তাঁদেরই দলে নেওয়া বা রাখা উচিত। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংও স্বীকার করেন, তাঁরা আইপিএল-এর মেগা নিলামে ভুল করেছেন। রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), দীপক হুডা (Deepak Hooda), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো তারকা দলকে ভরসা দিতে পারেননি। এই কারণে এখন থেকেই আগামী আইপিএল-এর জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনায় ধোনি থাকছেন বলেই আপাতত ঠিক আছে। ধোনি নিজে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।