GT vs CSK: রবিবারই আইপিএল ২০২৫ শেষ ধোনির, শীর্ষস্থান ধরে রাখতে পারবে শুবমানের গুজরাট?

Published : May 25, 2025, 12:58 PM ISTUpdated : May 25, 2025, 01:24 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

IPL 2025 GT vs CSK: এবারের আইপিএল শেষপর্যায়ে এসে গিয়েছে। আর খুব বেশি ম্যাচ বাকি নেই। রবিবার লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে গুজরাট টাইটানস (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এদিনই সিএসকে-র বিদায়ী ম্যাচ।

IPL 2025 Gujarat Titans vs Chennai Super Kings: রবিবারই কি আইপিএল-এ (IPL 2025) শেষ ম্যাচ খেলতে নামছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি? (MS Dhoni) এবারের আইপিএল-এ এদিনই সিএসকে-র শেষ ম্যাচ। কারণ, ধোনিরা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেননি। তাঁরা পয়েন্ট তালিকায় সবার শেষে। নেট রান রেটের যা অবস্থা, তাতে শেষ ম্যাচ জিতলেও হয়তো সবার শেষেই থাকতে হবে ধোনিদের। এদিনই হয়তো শেষবার সিএসকে-র অধিনায়ক হিসেবে খেলতে নামছেন ধোনি। তিনি আগামী বছরের আইপিএল-এ আর খেলবেন কি না, সে বিষয়েও জল্পনা চলছে। অনেকে বলছেন, রবিবারই আইপিএল-এ শেষ ম্যাচ খেলতে নামছেন ধোনি। এই ম্যাচের পর তিনি অবসর ঘোষণা করে দিতে পারেন।

২০২৩ সালের আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি হবে?

২০২৩ সালের আইপিএল ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানসকে (Gujarat Titans) হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। দলকে জয় এনে দেওয়ার পর ব্যাট তুলে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দৌড় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। রবিবার সেই মাঠে একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামছেন ধোনি। ফলে তাঁর অনুরাগীরা স্মৃতিমেদুর হয়ে পড়ছেন। সিএসকে সমর্থকদের আশা, দু'বছর আগের সেই ম্যাচ ফিরে আসবে।

শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে গুজরাট টাইটানস

এবারের আইপিএল-এ ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটানস। রবিবার শেষ ম্যাচ জিতলে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন শুবমান গিলরা (Shubman Gill)। সেই লক্ষ্যেই তাঁরা খেলতে নামছেন। গত ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে হেরে গিয়েছে গুজরাট টাইটানস। রবিবার সিএসকে-র বিরুদ্ধে আর সেই ভুল করতে চান না শুবমানরা।

পিচ কেমন আচরণ করতে পারে?

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের সাহায্য করে। এই মাঠে চলতি আইপিএল-এ ৬ ম্যাচে ৮ বার ২০০-এর বেশি রান হয়েছে। শেষবার যখন দিন-রাতের ম্যাচ হয়েছিল, প্রথমে ব্যাটিং করতে নেমে ২০৩ রান করেছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সেই রান সহজেই টপকে যায় গুজরাট টাইটানস। রবিবারও দিন-রাতের ম্যাচ। ফলে বড় স্কোর দেখা যেতে পারে।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গুজরাট টাইটানস

সিএসকে-র বিরুদ্ধে রবিবার অষ্টম ম্যাচ খেলতে নামছে গুজরাট। এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছেন শুবমানরা। ৩ ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা। আমেদাবাদে সিএসকে-র বিরুদ্ধে ২ ম্যাচে জয় পেয়েছে গুজরাট। একমাত্র হার ২০২৩ সালে আইপিএল ফাইনালে। ফলে এগিয়ে থেকেই খেলতে নামছেন শুবমানরা।

গুজরাট টাইটানসের সম্ভাব্য প্রথম একাদশ

শুবমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, কাগিসো রাবাডা ও মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ 

আয়ূষ মাত্রে, ডেভন কনওয়ে, উর্বিল প্যাটেল, রবীন্দ্র জাডেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), অংশুল কম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ ও খলিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন মাথিসা পাথিরানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে