
IPL 2025 Punjab Kings vs Delhi Capitals: শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), শনিবার পাঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটানসকে (Gujarat Titans) সুবিধা করে দিল পরের দুই ধাপে থাকা দলগুলি। একইসঙ্গে চতুর্থ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ানসেরও (Mumbai Indians) সুবিধা হয়ে গেল। শনিবার দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারাতে পারলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেত পাঞ্জাব কিংস। কিন্তু ভালো ব্যাটিং করার পরেও হেরে গেল শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। ১৯.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে সেই টার্গেট টপকে গেল দিল্লি। ১৩ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল পাঞ্জাব। ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আইপিএল শেষ করল দিল্লি।
শনিবার অসাধারণ ইনিংস খেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস। তিনি ৩৪ বলে ৫৩ রান করেন। ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। ১২ বলে ৩২ রান করেন জস ইনগ্লিস (Josh Inglis)। ১৮ বলে ২৮ রান করেন প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)।
দিল্লি ক্যাপিটালসের সব ব্যাটারই দলের জয়ে অবদান রাখলেন। ওপেন করতে নেমে ২১ বলে ৩৫ রান করেন কে এল রাহুল (KL Rahul)। অপর ওপেনার তথা এই ম্যাচে দিল্লির অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ১৫ বলে ২৩ রান করেন। ২৭ বলে ৪৪ রান করেন করুণ নায়ার (Karun Nair)। সিদিকুল্লা আতাল (Sediqullah Atal) ১৬ বলে ২২ রান করেন। ২৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন সমীর রিজভি (Sameer Rizvi)। ১৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।