GT vs DC Live Updates: আইপিএল-এর মঞ্চে (IPL 2025) শনিবার দুপুরে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Gujarat Titans vs Delhi Capitals)।
সেই ম্যাচেই টসে বোলিং নিল গুজরাত (GT)। উল্লেখ্য,নিজেদের শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে পরাজিত হয় তারা (IPL 2025 Live Score)। স্বাভাবিকভাবেই, এদিনের ম্যাচ জিতে লড়াইতে ফিরতে চাইবেন তারা। বিশেষ করে সাই সুদর্শন, দলের অধিনায়ক শুভমান গিল, জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, সাই কিশোর, রশিদ খান, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর দিকে শনিবারের ম্যাচে নজর রাখতেই হচ্ছে (IPL 2025 Points Table)।
অন্যদিকে, দিল্লী আবার শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে। রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারে কার্যত, হারা ম্যাচ বের করে নিয়ে চলে আসে তারা। ফলে, এদিন কেএল রাহুল, অধিনায়ক অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদবের দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (GT vs DC 2025 Live Score)।
দুই দলের প্রথম একাদশে কারা কারা রয়েছেন (GT vs DC 2025 First XI?
গুজরাত টাইটান্সের প্রথম একাদশঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা
ইমপ্যাক্ট সাবঃ শেরফানে রাদারফোর্ড, ওয়াশিংটন সুন্দর, মহীপাল লোমরর, অনুজ রাওয়াত, করিম জানাত
দিল্লী ক্যাপিটলসের প্রথম একাদশ: অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মোহিত শর্মা
ইমপ্যাক্ট সাবঃ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, দর্শন নালকান্দে, সমীর রিজভি, ডোনোভান ফেরেরা, দুষ্মন্থ চামীরা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।