Shubman Gill: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতেও স্বস্তি নেই, শুবমান গিলের জরিমানা

Published : Apr 20, 2025, 04:48 PM ISTUpdated : Apr 20, 2025, 06:29 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Shubman Gill Penalised: চলতি আইপিএল-এ (IPL 2025) মন্থর ওভার-রেট সংক্রান্ত নিয়ম অত্যন্ত কড়া। একাধিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের জরিমানা হয়েছে। এবার গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিলেরও জরিমানা হল।

IPL 2025 Shubman Gill: শনিবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে গুজরাট টাইটানস (Gujarat Titans) জয় পেলেও, অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) মোটা অঙ্কের জরিমানা হল। মন্থর ওভার-রেটের জন্য তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এর আগে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ (Hardik Pandya) একাধিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের জরিমানা হয়েছে। এবার শুবমানেরও জরিমানা হল। তাঁর দল চলতি আইপিএল-এ প্রথমবার মন্থর ওভার-রেট করল। এই কারণে আইপিএল আচরণবিধির ২.২২ ধারায় জরিমানা হল। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শুবমান গিলের দল চলতি আইপিএল-এ প্রথমবার এই নিয়ম লঙ্ঘন করল। এই কারণে তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হল।’

খারাপ পারফরম্যান্স শুবমানের

শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে গুজরাট টাইটানস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২০৩ রান করে দিল্লি। জবাবে ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। তবে দল জিতলেও, শুবমান ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ৫ বল খেলে ৭ রান করে রান আউট হয়ে যান। এরপর মন্থর ওভার-রেটের জন্য জরিমানা হল। ফলে দল সাফল্য পেলেও, ব্যক্তিগতভাবে স্বস্তিতে নেই শুবমান

জস বাটলারের দাপটে জয় গুজরাটের

এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসে যোগ দেওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জস বাটলার (Jos Buttler)। শনিবারও তিনি ভালো ব্যাটিং করেন। এই তারকা ব্যাটার ৫৪ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। গুজরাট শিবিরের আশা, চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলিতেও বাটলারের ভালো ফর্ম অব্যাহত থাকবে। একইসঙ্গে শুবমানের বড় রান পাওয়া জরুরি। চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট। এই অবস্থান ধরে রাখাই শুবমানদের লক্ষ্য। তাঁরা দলের সব দুর্বলতা ঢেকে ফেলতে মরিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড