
IPL 2025 Gujarat Titans vs Sunrisers Hyderabad: আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল গুজরাট টাইটানস (Gujarat Titans)। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) এবং তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলারের (Jos Buttler) অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেটে ২২৪ রান করল গুজরাট। নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন শুবমান। কিন্তু রান আউট হয়ে যাওয়ায় তাঁর শতরান করা হল না। ৩৮ বলে ৭৬ রান করে ফিরে যান শুবমান। তিনি ১০টি বাউন্ডারি এবং জোড়া ওভার-বাউন্ডারি মারেন। শুবমানের মতোই বিস্ফোরক ইনিংস খেলেন সুদর্শন। তিনি ২৩ বলে ৪৮ রান করেন। এই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ৮৭ রান। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৭ বলে ৬৪ রান করেন বাটলার। তিনি ৩টি বাউন্ডারি এবং ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১৬ বলে ২১ রান করেন। ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন শাহরুখ খান (Shahrukh Khan)। ৩ বলে ৬ রান করেন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)। প্রথম বলেই আউট হয়ে যান রশিদ খান (Rashid Khan)।
হায়দরাবাদের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। এই পেসার ৪ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন জিশান আনসারি (Zeeshan Ansari)। ৩ ওভার বোলিং করে ৪৮ রান দেন মহম্মদ শামি (Mohammed Shami)। ৩ ওভারে ৪১ রান দেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। ২ ওভারে ১৮ রান দেন কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)।
গুজরাটের ইনিংস শেষ হওয়ার পর সুদর্শন বলেছেন, 'আমি বড় শট খেলা বা জোরে বল মারার বদলে টাইমিংয়ের উপর জোর দিচ্ছি। আমি ভালোভাবেই শট খেলছি। তার ফলেই আমি সাফল্য পাচ্ছি। আমরা উইকেট না হারানোর কথা ভাবছি না। আমরা পরিস্থিতি অনুযায়ী সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছি। আউট হয়ে গেলে কী হবে সেসব নিয়ে না ভেবে স্ট্রাইক রেট বজায় রাখার চেষ্টা করছি। আমরা যেভাবে খেলছি, তাতে দলের পক্ষে বড় স্কোর করা সম্ভব হচ্ছে।' হায়দরাবাদের বিরুদ্ধে এই ইনিংস প্রসঙ্গে সুদর্শন বলেছেন, ‘এই উইকেটে ব্যাটিং করা একটু কঠিন। উইকেট একটু মন্থর। আমরা যখন ব্যাটিং শুরু করি, তখন বল নিচু হচ্ছিল। তবে আমি ও শুবি (শুবমান) যেভাবে সদিচ্ছা দেখিয়েছি, তাতে বড় স্কোর করা সম্ভব হয়েছে। প্রথম ৬ ওভার সত্যিই ভালো ছিল। এই কারণেই আমরা ভালো স্কোর করতে পেরেছি। আমরা যথেষ্ট রান করেছি। আমার মনে হয় বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাবে।’
চলতি আইপিএল-এ ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গুজরাট। হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেলে ১৪ পয়েন্ট হয়ে যাবে। মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। নেট রান রেট ভালো থাকলে শুক্রবারই পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে যেতে পারে গুজরাট। অন্যদিকে, পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকা হায়দরাবাদ চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে। প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এরপর দ্বিতীয় দল হিসেবে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এবার একই পথে হাঁটতে চলেছে হায়দরাবাদ। শুক্রবারই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।