বিনা পয়সায় আর দেখা যাবেনা IPL! খেলা দেখতে গেলে Jio Hostar-এ লাগবে সাবস্ক্রিপশন?

সংক্ষিপ্ত

Jio Hostar-এ IPL-এর ম্যাচে কিছুটা হয়ত বিনামূল্যে দেখা যাবে।

আর বিনা পয়সায় দেখা যাবে না আইপিএল। Viacom 18 এবং স্টার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে জিও হটস্টার লঞ্চ হয়েছে। আর তার ফলে, স্টারের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টার এবং জিও সিনেমা একত্রিত হয়ে নতুন জিও হটস্টার নামে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সামনে এসেছে। নতুন নামের সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় ঘোষণা করেছে Jio Hotstar।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, জিও সিনেমায় বিনামূল্যে আগে IPL দেখা যেত। কিন্তু এখন থেকে আর জিও হটস্টারে বিনামূল্যে খেলা দেখা যাবে না। কিছুটা বিনামূল্যে দেখা গেলেও, বেশি নয়। তারপর তিন মাসের জন্য ১৪৯ টাকার সাবস্ক্রিপশন নিতে হবে। তবে এই প্ল্যানে বিজ্ঞাপন থাকবে। আর বিজ্ঞাপন ছাড়া প্ল্যানের জন্য ৪৯৯ টাকা খরচ করতে হবে।

Latest Videos

গত ২০২৩ সালে, ২৩০০০ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে জিও সিনেমা মোট পাঁচ বছরের জন্য IPL-এর স্ট্রিমিং ব্রডকাস্ট স্বত্ব কিনেছিল। প্রথম দুই বছর জিও সিনেমায় বিনামূল্যেই আইপিএল দেখার সুযোগ ছিল। এমনকি, টিভিতে স্টার স্পোর্টসের থেকেও বেশি দর্শক পেয়েছিল জিও সিনেমা। 

আগামী মরশুমের IPL সিজন শুরু হবে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে কলকাতাতেই ফাইনালটি অনুষ্ঠিত হবে। তবে তার আগেই বড় আপডেট সামনে চলে এল।

এখন থেকে আর বিনা পয়সায় দেখা যাবে না আইপিএল। জিও হটস্টারে কিন্তু বিনামূল্যে আর খেলা দেখা যাবে না। তিন মাসের জন্য ১৪৯ টাকার সাবস্ক্রিপশন নিতে হবে। তবে এই প্ল্যানে বিজ্ঞাপন থাকবে। আর বিজ্ঞাপন ছাড়া প্ল্যানের জন্য ৪৯৯ টাকা খরচ করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Agnimitra Paul: ‘মমতার সরকারকে আমরা বাঁচতে দেব না!’ কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের
'পিসি চোর, ভাইপো চোর...' নিয়োগ দুর্নীতি কাণ্ডে তুমুল বিক্ষোভ BJP'র | Suvendu Adhikari News Today