আইপিএল-এর ইতিহাসে অন্যতম কনিষ্ঠ অধিনায়ক হওয়ার নজির গড়েছেন শ্রেয়াস আইয়ার
শ্রেয়াস আইয়ার ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হন। সেই সময় তাঁর বয়স ছিল ২৩ বছর ১৪২ দিন। আইপিএল-এ কনিষ্ঠতম অধিনায়কের তালিকায় শ্রেয়াসের স্থান পঞ্চম। তিনি কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংসেরও অধিনায়ক হয়েছেন।
রাজস্থান রয়্যালস দলের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি চোট পান। এই কারণে আইপিএল ২০২৫-এর শুরুর ম্যাচগুলিতে রিয়ান পরাগকে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাঁর বর্তমান বয়স ২৩ বছর ১৩৩ দিন। তিনি আইপিএল-এর চতুর্থ কনিষ্ঠ অধিনায়ক।
35
আইপিএল-এর ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার নজির গড়েছেন সুরেশ রায়না
ভারতের প্রাক্তন তারকা খেলোয়াড় সুরেশ রায়নাও খুব কম বয়সে আইপিএল দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি মাত্র ২৩ বছর ১১২ দিন বয়সে আইপিএল-এ অধিনায়ক হন। মহেন্দ্র ধোনি না থাকার সময় সুরেশ রায়না চেন্নাই সুপার কিংস দলের অস্থায়ী অধিনায়ক হন। এরপর গুজরাট লায়ন্সের দলের পূর্ণ সময়ের অধিনায়ক হন রায়না। আইপিএল ইতিহাসে রায়না তৃতীয় কনিষ্ঠ ক্যাপ্টেন।
45
অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথও আইপিএল-এর ইতিহাসে অন্যতম কনিষ্ঠ অধিনায়ক
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ স্মিথও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ছাপ রেখেছেন। তিনি মাত্র ২২ বছর ৩৪৪ দিনে আইপিএল দলের অধিনায়ক হন। তিনি দ্বিতীয় কনিষ্ঠ ক্যাপ্টেন। স্মিথ আইপিএল-এ রাজস্থান রয়্যালস, রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন।
55
আইপিএল-এর ইতিহাসে কোনও দলের কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার নজির বিরাট কোহলির
আইপিএল-এ কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ২০১১ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দলের নেতৃত্ব দেন। সেই সময় বিরাটের বয়স ছিল ২২ বছর ১৮৭ দিন। অধিনায়ক হিসেবে, খেলোয়াড় হিসেবে আরসিবি-র জন্য অনেক দারুণ ইনিংস খেলেছেন। ২০১৬ সালে বিরাট তাঁর অধিনায়কত্বে আরসিবি-কে আইপিএল ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই দল ট্রফি থেকে একধাপ দূরেই থেমে যায়।