সংক্ষিপ্ত
IPL 2025: চলতি আইপিএল-এ সব ম্যাচেই দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। মঙ্গলবার আমেদাবাদে গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংসের ম্যাচেও লড়াই হল। নজর কেড়ে নিলেন দুই দলের একাধিক তারকা।
IPL 2025 Gujarat Titans vs Punjab Kings: ঠিক যেন সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার। তারকাখচিত দল গুজরাট টাইটাসকে (Gujarat Titans) তাদের ঘরের মাঠ আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারিয়ে দিল খাতায়-কলমে পিছিয়ে থাকা পাঞ্জাব কিংস (Punjab Kings)। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) অসাধারণ ইনিংসের জন্যই জয় পেল পাঞ্জাব। গুজরাটের হয়ে দুর্দান্ত লড়াই করেন সাই সুদর্শন (Sai Sudharsan) ও জস বাটলার (Jos Buttler)। কিন্তু তাঁদের পক্ষে দলকে জয় এনে দেওয়া সম্ভব হল না। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান করে পাঞ্জাব। জবাবে ৫ উইকেটে ২৩২ রান করেই থেমে গেল গুজরাট। ১১ রানে জয় পেল পাঞ্জাব। এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করলেন শ্রেয়াস।
ব্যাটারদের দাপটে জয় পাঞ্জাবের
এদিন পাঞ্জাবের ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তিনি ২৩ বলে ৪৭ রান করেন। তিনি ৭টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪২ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস। তিনি ৯টি ওভার-বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি মারেন। ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং (Shashank Singh)। গুজরাটের বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান একমাত্র সাই কিশোর। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।
লড়াই করে হার গুজরাটের
২৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে গুজরাটের ইনিংসের শুরুটা ভালোই করেন সাই সুদর্শন ও অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। ১৪ বলে ৩৩ রান করেন শুবমান। তিনি আরও কয়েক ওভার ক্রিজে থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সাই সুদর্শন ৪১ বলে ৭৪ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। ৩৩ বলে ৫৪ রান করেন বাটলার। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২৮ বলে ৪৬ রান করেন শেরফান রাদারফোর্ড। তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। পাঞ্জাবের হয়ে ৩৬ রান দিয়ে জোড়া উইকেট নেন আর্শদীপ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।