বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, আইপিএল-এ মেগা নিলামের বিরোধিতা শাহরুখ-কাব্যর

Published : Aug 03, 2024, 02:19 AM ISTUpdated : Aug 03, 2024, 02:35 AM IST
Kavya Maran vs KKR Shah Rukh Khan Net Worth

সংক্ষিপ্ত

২০২৫ সালের আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। কিন্তু শুক্রবার বিসিসিআই-এর সদর দফতরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হল না।

২০২৫ সালের আইপিএল-এর আগে কি মেগা লিলাম হবে না মিনি নিলাম হবে? শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই-এর সদর দফতরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদের সঙ্গে বিসিসিআই কর্তাদের বৈঠকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হল না। এই বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গিয়েছে। আইপিএল-এর মেগা নিলাম নিয়ে তর্ক হয়। ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান এবং রানার্স সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান মেগা নিলামের বিরুদ্ধে সুর চড়ান। এই দুই ফ্র্যাঞ্চাইজি আগামী আইপিএল-এও দলের বেশিরভাগ ক্রিকেটারকে ধরে রাখতে চাইছে। মেগা নিলাম হলে বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে। সেটা কোনওভাবেই চাইছেন না শাহরুখ, কাব্যরা। তবে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে মেগা নিলামের পক্ষে মতপ্রকাশ করেছে। শুক্রবারের বৈঠকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। পরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে সিদ্ধান্তের কথা জানানো হবে।

নেস ওয়াদিয়ার সঙ্গে তর্ক শাহরুখের?

বিসিসিআই সূত্রে খবর, বৈঠক চলাকালীন পাঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াদিয়ার সঙ্গে শাহরুখের তর্ক চরমে পৌঁছয়। যদিও সে কথা অস্বীকার করেছেন নেস। তাঁর দাবি, ‘২৫ বছরেরও বেশি সময় ধরে শাহরুখের সঙ্গে আমার পরিচয়। ওর সঙ্গে আমার কোনও বিরোধিতা নেই। বৈঠকে সবাই মতামত প্রকাশ করেছে। দিনের শেষে সবার যাতে ভালো হয় সেটাই করতে হবে।’

ফের আইপিএল-এর মিনি নিলাম হবে?

শাহরুখ ও কাব্যর মতামত যদি প্রাধান্য পায়, তাহলে আইপিএল-এ ফের মিনি নিলাম হতে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। কয়েকদিন পর আইপিএল নিলামের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে: হাইভোল্টেজ টাই! অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না রোহিত

ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হার, প্রয়াত অংশুমান গায়কোয়াড়, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, সৌরভের

এখন ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে পছন্দের বোলার কে? বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত