ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে: হাইভোল্টেজ টাই! অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না রোহিত

ভারত-শ্রীলঙ্কা সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই! তৃতীয় টি-২০র পর প্রথম ওয়ানডেও টাই। শেষ ওভারে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ভারত-শ্রীলঙ্কা সিরিজে পরপর ২ ম্যাচ টাই হয়ে গেল। টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ টাই হওয়ার পর শুক্রবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচও টাই হল। সুবিধাজনক জায়গায় থেকেও ৪৮-তম ওভারে পরপর ২ বলে উইকেট হারিয়ে ম্যাচ জিততে পারল না ভারতীয় দল। টি-২০ সিরিজের শেষ ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জয় পায় ভারত। কিন্তু ওডিআই ম্যাচে সুপার ওভার হয় না। ফলে ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব হল না। পরপর ২ বলে শিবম দুবে ও আর্শদীপ সিংয়ের উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হারের লজ্জা থেকে বাঁচালেন অধিনায়ক চরিত আসালাঙ্কা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ভালো ব্যাটিং করেন। কিন্তু তিনি সতীর্থদের কাছ থেকে খুব বেশি সাহায্য পাননি। শেষদিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচ জিততে পারল না ভারত।

নিশাঙ্ক-ওয়েল্লালাগের দুর্দান্ত ব্যাটিং

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনার পথুম নিশাঙ্ক করেন ৫৬ রান। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬৭ রান করে অপরাজিত থাকেন দুনিত ওয়েল্লালাগে। ভারতের হয়ে ২ উইকেট করে নেন অক্ষর প্যাটেল ও আর্শদীপ। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, শিবম, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর।

ভালো শুরু করেও জয় পেতে ব্যর্থ ভারত

ভারতের অধিনায়ক রোহিত ওপেন করতে নেমে ৪৭ বলে ৫৮ রান করেন। অপর ওপেনার শুবমান গিল ১৬ রান করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৫ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি করেন ২৪ রান। শ্রেয়াস আইয়ার করেন ২৩ রান। কে এল রাহুল করেন ৩১ রান। অক্ষর করেন ৩৩ রান। শিবম করেন ২৫ রান। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট করে নেন আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারঙ্গা। ওয়েল্লালাগে নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন আসিতা ফার্নান্ডো ও আকিলা ধনঞ্জয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আমিই একমাত্র কোচ যার ছাত্ররা ২ দেশের হয়ে বিশ্বকাপ খেলেছে,' একান্ত সাক্ষাৎকারে রোহিত শর্মা-হরমিত সিংয়ের কোচ

'বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকো, রাহুল দ্রাবিড়কে অনুসরণ করো,' পরামর্শ রোহিত শর্মার কোচ দীনেশ লাডের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today