Kolkata Knight Riders: শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে এবারের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ ঘিরে কেকেআর সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
Kolkata Knight Riders Fan: আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম বড় শক্তি বিশাল ফ্যানবেস। সাফল্য আসুক বা ব্যর্থতা, কেকেআর (KKR) সমর্থকরা সবসময় দলের পাশে থাকেন। পাল্টা কেকেআর ম্যানেজমেন্টও সমর্থকদের সম্মান জানায়। বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে Knights Unplugged 2.0 অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে মঞ্চে ডেকে দুই সমর্থককে সম্মান জানাল হল। তাঁদের মধ্যে একজন গতবারের আইপিএল-এ কেকেআর গোল্ডেন পাস পেয়েছিলেন এবং অপরজন এবার গোল্ডেন পাস পেলেন। নিজে দর্শকদের কাছে গিয়ে টি-শার্ট উপহার দিলেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। বুধবারের অনুষ্ঠান মূলত সমর্থকদের জন্য ছিল। এই অনুষ্ঠানে ক্রিকেটাররা ছিলেন। প্রিয় তারকাদের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে কেকেআর সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
বাঁকুড়া থেকে ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে!
এবার কেকেআর গোল্ডেন পাস পেলেন শিবশঙ্কর নাথ। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বলার সময় এই যুবক জানিয়েছেন, ‘আমার বাড়ি বাঁকুড়া জেলায়। বাঁকুড়া স্টেশন থেকে ২৪ কিলোমিটার দূরে বাড়ি। আমি যেখানে থাকি, সেখান থেকে সরাসরি হাওড়া আসার ট্রেন পাওয়া যায় না। আমাকে অনেক কষ্ট করে ইডেন গার্ডেন্সে আসতে হয়। তা সত্ত্বেও গত তিন বছর ধরে খেলা দেখতে আসছি। তার আগে টিভিতে ম্যাচ দেখতাম। কিন্তু এখন ইডেনে এসে খেলা দেখি। বাড়ির সবাই আমার পাশে আছে। সবাই আমাকে সাহায্য করে। ওরা খেলা তেমন বোঝে না। তবে আমি যে কেকেআর-কে ভালোবাসি, সেটা বোঝে।’
বাবা হওয়ার পরেই সুখবর
শিবশঙ্কর আরও জানিয়েছেন, 'কয়েকদিন আগেই আমার ছেলে হয়েছে। ও সিসিইউ-তে ভর্তি ছিল। তবে আমার স্ত্রী বলে, তুমি যাও। আমি আজ ভোর তিনটেয় বাড়ি থেকে বেরিয়েছি। এখানে এসে সম্মান পেলাম। খুব ভালো লাগছে। রিঙ্কু সিং আমার হাতে গোল্ডেন পাস তুলে দিলেন। উনি আমার প্রিয় ক্রিকেটার। আমি সম্মানিত বোধ করছি। ছেলের নাম রিঙ্কু রাখব ভাবছি।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।