KKR vs LSG: রাম নবমীর দিন ইডেনে হচ্ছে না কেকেআর-লখনউ ম্যাচ, জেনে নিন পরিবর্তিত সূচি

Published : Mar 29, 2025, 12:11 AM ISTUpdated : Mar 29, 2025, 12:36 AM IST
KL Rahul, IPL 2022, Shreyas Iyer, KKR vs LSG

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders vs Lucknow Super Giants: কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ হচ্ছে না। রাম নবমীর জন্যই সেদিন ম্যাচ হচ্ছে না।

IPL 2025 Kolkata Knight Riders vs Lucknow Super Giants: ৬ এপ্রিল রাম নবমীর (Ram Navami) দিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হচ্ছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ম্যাচ। আইপিএল-এর (IPL 2025) এই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ৮ এপ্রিল। সেদিন জোড়া ম্যাচ হতে চলেছে। আগেই ঠিক ছিল, ৮ এপ্রিল পাঞ্জাব কিংস (Punjab Kings) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচ হবে। সেই সূচিতে কোনও বদল করা হচ্ছে না। ৮ এপ্রিল সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে পাঞ্জাব-চেন্নাই ম্যাচ। তার আগে বিকেল সাড়ে তিনটেয় শুরু হবে কেকেআর-এলএসজি ম্যাচ। শুক্রবার সূচি বদলের কথা জানিয়েছে বিসিসিআই (BCCI)।

নিরাপত্তার কারণে সূচি বদল

কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (Cricket Association of Bengal) জানানো হয়, রাম নবমীর দিন আইপিএল ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। এই কারণেই কেকেআর-এলএসজি ম্যাচের দিন বদল করা হল। গত কয়েকদিন ধরে এই ম্যাচের সূচি নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক চলছিল। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, রাম নবমীর দিনই ইডেনে কেকেআর-এলএসজি ম্যাচ হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হল না। এই ম্যাচের দিন বদলে গেল।

কী জানাল বিসিসিআই?

শুক্রবার বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কর্তৃপক্ষ ম্যাচ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, বিকেল সাড়ে তিনটেয় সরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। বাকি সব ম্যাচ নির্দিষ্ট সূচি অনুযায়ীই হবে। রবিবার, ৬ এপ্রিল একটি ম্যাচ হবে। সেদিন সন্ধে সাড়ে সাতটায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। মঙ্গলবার, ৮ এপ্রিল জোড়া ম্যাচ হবে। সেদিন বিকেলে কলকাতায় কেকেআর বনাম এলএসজি ম্যাচ হবে। এরপর সন্ধেবেলা নিউ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?