
Riyan Parag IPL Record: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2025 ) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে রিয়ান পরাগ (Riyan Parag) এমন তাণ্ডব চালালেন, হতবাক হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া। আইপিএল ২০২৫ এর ৫৩-তম ম্যাচে পরপর ৬ বলে টানা ৬ ছক্কা হাঁকালেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক। যদিও কোনও একজন বোলারের ওভারে টানা ৬ ছক্কা মারেননি পরাগ। তিনি প্রথমে মইন আলির (Moeen Ali) বলে টানা পাঁচ ছক্কা মারেন। তারপর বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) ওভারের প্রথম বলেই মাঠের বাইরে বল পাঠিয়ে দেন। এভাবে ৬ বলে ৩৬ রান করার রেকর্ড গড়েন পরাগ। তবে তাঁর এই বিস্ফোরক ব্যাটিং সত্ত্বেও রাজস্থান এক রানে হেরে গেল। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস একসময় বেশ চাপে পড়ে গিয়েছিল। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এরপর পরাগ ১৩-তম ওভারে মইনের প্রথম বলে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) এক রান নেন। তারপর পরের পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান পরাগ। এরপর ১৪-তম ওভারে বরুণের প্রথম বলেই ছক্কা মেরে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড গড়েন রাজস্থানের অধিনায়ক।
এক ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা মারার কীর্তিতে পরাগ এখন বিস্ফোরক ব্যাটিং করা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এর আগে চারজন ব্যাটার এই নজির গড়েছিলেন। পরাগের আগে রবীন্দ্র জাডেজা, রাহুল তেওয়াটিয়া, ক্রিস গেইল এবং রিঙ্কু সিং টানা ৫ বলে ৫ ছক্কা মেরেছিলেন।
কেকেআর-এর বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলেন পরাগ। ৪৫ বলে ৯৫ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। এই ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি এবং ৮টি ওভার-বাউন্ডারি। আরও একটি ছক্কা মারতে গিয়ে আউট হয়ে নিশ্চিত শতরান হারান তিনি। এরপর ম্যাচ রোমাঞ্চকর হয়ে উঠলেও রাজস্থান এক রানে হেরে যায়। এবারের আইপিএল-এ ব্যক্তিগত সর্বাধিক রান করেও রাজস্থানকে জেতাতে পারলেন না পরাগ।
২০২৩ সালের ১৪ মার্চ পরাগ 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছিলেন, 'আমার মন বলছে, এবারের আইপিএল-এর কোনও ম্যাচে এক ওভারে চারটি ছক্কা মারব।' সেই আইপিএল-এ স্বপ্নপূরণ না হলেও, ২ বছর পর স্বপ্নের চেয়ে ২টি বেশি ছক্কা মারলেন পরাগ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।