KKR vs RCB: ইডেনে শাহরুখের সামনে অধিনায়কোচিত ইনিংস রাহানের, কেকেআর ১৭৪/৮

Published : Mar 22, 2025, 09:15 PM ISTUpdated : Mar 22, 2025, 09:39 PM IST
IPL 2022 KKRK will have to fill these gaps on the 2nd day of IPL auction spb

সংক্ষিপ্ত

IPL 2025: শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে।

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৭৪ রান করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অধিনায়কোচিত ইনিংস খেললেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দলের প্রয়োজনের মুহূর্তে ৩১ বলে ৫৬ রানের মূল্যবান ইনিংস খেললেন কেকেআর অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ওপেনার সুনীল নারিন (Sunil Narine) ২৬ বলে ৪৪ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। অঙ্গকৃশ রঘুবংশী ২২ বলে ৩০ রান করেন। আরসিবি-র হয়ে ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন যশ দয়াল, রাসিক দার সালাম ও সূযশ শর্মা। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড।

খারাপ শুরু করেও লড়াই করার মতো স্কোর কেকেআর-এর

শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। কেকেআর-এর ইনিংসের শুরুটা ভালো হয়নি। ওপেনার কুইন্টন ডি কক ৫ বলে ৪ রান করে প্রথম ওভারেই আউট হয়ে যান। এরপর নারিন ও রাহানের জুটিতে ১০৩ রান যোগ হয়। সেই সময় মনে হচ্ছিল কেকেআর-এর স্কোর ২০০ পেরিয়ে যাবে। কিন্তু মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার ৭ বলে ৬ রান করেন। রিঙ্কু সিং ১০ বলে ১২ রান করেই আউট হয়ে যান। আন্দ্রে রাসেল করেন ৪ রান। রমনদীপ সিং ৬ রান করে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ৫ রান করেন। স্পেনসার জনসন ১ রান করে অপরাজিত থাকেন।

বিরাটকে থামানোর লক্ষ্যে বরুণ

টি-২০ ম্যাচে ১৭৫ রানের টার্গেট বিরাট কিছু নয়। কেকেআর-কে ম্যাচ জিততে হলে দ্রুত উইকেট নিতে হবে। বিশেষ করে বিরাট কোহলিকে বড় রান করতে দিলে চলবে না। বরুণ চক্রবর্তী ম্যাচের আগে বলেছেন, তিনি বিরাটের বিরুদ্ধে বোলিং করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ম্যাচে সেই পরিকল্পনা কার্যকর করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড