KKR vs RCB: শনিবার কেকেআর-আরসিবি লড়াই, কোন ব্যাটাররা নজর কেড়ে নেবেন?

Published : Mar 22, 2025, 03:45 PM IST

IPL 2025: শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধন। ঘরের মাঠে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

PREV
16
আইপিএল-এর শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ব্যাটারদের দাপট

২০০৮ সালে আইপিএল-এর প্রথম ম্যাচ থেকেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই দেখা যাচ্ছে। আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচেও এই দুই দলের লড়াই হতে চলেছে। ইডেন গার্ডেন্সে ব্যাটারদের লড়াই হতে চলেছে।

26
আইপিএল ২০২৫-এও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা রিঙ্কু সিং

আইপিএল-এর অন্যতম তারকা ব্যাটার হয়ে উঠেছেন রিঙ্কু সিং। লোয়ার-মিডল অর্ডারে তাঁর বিস্ফোরক ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের অন্যতম শক্তি। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি রিঙ্কু।

36
আইপিএল-এ প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রজত পতিদার

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। প্রথমবার এই দায়িত্ব পেয়েছেন রজত। তিনি প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে চান।

46
শনিবার ইডেন গার্ডেন্সে পুরনো দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে ফিল সল্ট

গত আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সদস্য ছিলেন ফিল সল্ট। এরপর তাঁকে ছেড়ে দেয় কেকেআর। নিলামে ইংল্যান্ডের এই ক্রিকেটারকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার ইডেন গার্ডেন্সে পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার লক্ষ্যে সল্ট।

56
প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার পর এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। শনিবারই কেকেআর-এর হয়ে প্রথমবার খেলতে নামছেন ডি কক।

66
ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বিরাট কোহলি

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে মরিয়া।

Read more Photos on
click me!

Recommended Stories