সংক্ষিপ্ত
IPL 2025: শনিবার আইপিএল-এর বোধন। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি প্রমাণ করে শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশের মুখ ভার। সকালে বৃষ্টিও হয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। রোদের ঝিলিকও দেখা যাচ্ছে। ফলে সন্ধেবেলা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) লড়াই ভালোভাবেই হবে বলে আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা। অবশ্য শুধু বাংলা নয়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই এই ম্যাচের দিকে তাকিয়ে। আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। কিন্তু সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর। বৃষ্টি না হলেই ভালোভাবে হবে আইপিএল-এর উদ্বোধন। সবাই সেই আশাই করছেন।
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সারাদিন ধরে বৃষ্টির পূর্বাভাস নেই। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২১ ডিগ্রি সেলসিয়াস। ফলে ভালোভাবেই ম্যাচ হবে বলে আশা বাড়ছে। তাপমাত্রা কমে যাওয়ায় ক্রিকেটার থেকে দর্শক, সবাই স্বস্তি পাচ্ছেন।
ম্যাচ আয়োজনে তৈরি ইডেন
ইডেন গার্ডেন্সের নিকাশি ব্যবস্থা অত্যাধুনিক। ক্রিকেটের নন্দনকাননে বিশ্বমানের নিকাশি ব্যবস্থা রয়েছে। সারা মাঠ ঢেকে রাখা হয়। শনিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে সামান্য বৃষ্টি হলে ম্যাচ শুরু করতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমাতে বাধ্য হলেও, ম্যাচ শুরু করার চেষ্টা করবেন সবাই। তবে ক্রিকেটপ্রেমীদের আশা, ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি-অজিঙ্কা রাহানেদের লড়াই পুরো ২০ ওভারেরই হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।