Lucknow Super Giants vs Gujarat Titans: চলতি আইপিএল-এ (IPL 2025) গুজরাট টাইটানসের (Gujarat Titans) সাফল্যের অন্যতম নায়ক সাই সুদর্শন (Sai Sudharsan)। শনিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করলেন এই তরুণ।
IPL 2025 Lucknow Super Giants vs Gujarat Titans: অ্যাওয়ে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেও, কিছুটা থমকে গেল গুজরাট টাইটানসের (Gujarat Titans) ইনিংস। শনিবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হয়েছে গুজরাট। আইপিএল-এর (IPL 2025) এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) ও শুবমান গিল (Shubman Gill) যেভাবে ইনিংস শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল দলের রান ২০০ পেরিয়ে যাবে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার জন্য ৬ উইকেটে ১৮০ রান করেই থেমে গেল গুজরাট টাইটানস।
সুদর্শন-শুবমানের অর্ধশতরান
এবারের আইপিএল-এর শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সাই সুদর্শন। শনিবারও দুরন্ত ব্যাটিং করলেন গুজরাটের ওপেনার। তিনি ৩৭ বলে ৫৬ রান করেন। এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। গুজরাটের অধিনায়ক শুবমানও এদিন অসাধারণ ব্যাটিং করলেন। তিনি ৩৮ বলে ৬০ রান করেন। শুবমানের ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ১২০ রান। কিন্তু এরপরেই গুজরাটের ব্যাটিং লাইনআপে ধস নামে। জস বাটলার (Jos Buttler) করেন ১৬ রান। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২ রান করেই আউট হয়ে যান। শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) করেন ২২ রান। রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) প্রথম বলেই আউট হয়ে যান। শাহরুখ খান (Shahrukh Khan) ১১ রান করে অপরাজিত থাকেন। রশিদ খান (Rashid Khan) ৪ রান করে অপরাজিত থাকেন।
শার্দুল-রবির জোড়া উইকেট
লখনউয়ের হয়ে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন আবেশ খান (Avesh Khan)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।