IPL 2025: শুক্রবার আইপিএল-এ (IPL 2025) জমজমাট লড়াই দেখা গেল। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াল।
IPL 2025, Lucknow Super Giants vs Mumbai Indians: শুক্রবার চলতি আইপিএল-এ (IPL 2025) অন্যতম উত্তেজক ম্যাচ দেখা গেল। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত লড়াই করে মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) ১২ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ২২ রান। এই ওভারের আগে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিলক ভার্মা (Tilak Varma)। ক্রিজে যান মিচেল স্যান্টনার (Mitchell Santner)। বোলিং করতে যান আবেশ খান (Avesh Khan)। প্রথম বলেই ছক্কা হাঁকান হার্দিক। পরের বলে হয় ২ রান। এরপরেই ম্যাচের রং বদলে যায়। তৃতীয় ও চতুর্থ বলে রান করতে পারেননি হার্দিক। পঞ্চম বলে ১ রান নেন মুম্বইয়ের অধিনায়ক। শেষ বলে রান করতে পারেননি স্যান্টনার। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেল লখনউ।
টসে হেরেও ম্যাচ জয় লখনউয়ের
শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। তিনি ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন। কিন্তু ৮ উইকেটে ২০৩ রান করে লখনউ। ওপেনার মিচেল মার্শ ৩১ বলে ৬০ রান করেন। অপর ওপেনার এইডেন মার্করাম ৩৮ বলে ৫৩ রান করেন। ৬ বলে ১২ রান করেন নিকোলাস পুরাণ। ফের ব্যর্থ হলেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি ৬ বলে ২ রান করেন। আয়ূষ বাদোনি ১৯ বলে ৩০ এবং ডেভিড মিলার ১৪ বলে ২৭ রান করেন। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৯১ রান করেই থেমে যায় মুম্বই।
তিলকের মন্থর ব্যাটিং
এদিন মুম্বইয়ের ওপেনিং জুটি ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। উইল জ্যাকস ৫ ও রায়ান রিকেলটন ১০ রান করেন। এরপর মুম্বইকে লড়াইয়ে ফেরান নমন ধীর ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নমন ২৪ বলে ৪৬ রান করেন। ৪৩ বলে ৬৭ রান করেন সূর্যকুমার। ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক। গুরুত্বপূর্ণ সময়ে ২৩ বলে ২৫ রান করে অবসৃত হন তিলক। তিনি আগে এই সিদ্ধান্ত নিলে হয়তো জয় পেত মুম্বই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।