LSG vs RCB: ঋষভ পন্থের অপরাজিত শতরান, আরসিবি-র বিরুদ্ধে বিশাল স্কোর লখনউ সুপার জায়ান্টসের

Published : May 27, 2025, 09:38 PM ISTUpdated : May 27, 2025, 10:13 PM IST
LSG captain Rishabh Pant (Photo/IPL)

সংক্ষিপ্ত

Rishabh Pant Century: এবারের আইপিএল-এ (IPL 2025) খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থ। তবে মঙ্গলবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন এই তারকা।

IPL 2025 Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru: টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর আইপিএল-এ (IPL 2025) প্রথম ইনিংসেই অসাধারণ ব্যাটিং করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক। ৬১ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ঋষভ। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি এবং ৮টি ওভার-বাউন্ডারি। অধিনায়কের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৩ উইকেটে ২২৭ রান করল লখনউ। আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ঋষভরা। ফলে মঙ্গলবারের ম্যাচ তাঁদের কাছে নিয়মরক্ষার। যদিও এই ম্যাচ জিতে ভালোভাবেই এবারের আইপিএল অভিযান শেষ করার লক্ষ্যে ঋষভরা। তাঁদের বিশাল স্কোরে চাপে পড়ে গেল আরসিবি।

টপ টু ফিনিশ করতে পারবে আরসিবি?

মঙ্গলবারই চলতি আইপিএল-এর লিগ পর্যায়ের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। ১৩ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আরসিবি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। এই লক্ষ্যেই তাঁরা খেলতে নেমেছেন। এই ম্যাচে আরসিবি-র অধিনায়ক হিসেবে খেলছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। যদিও তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়নি। ফের অসাধারণ ইনিংস খেলেন লখনউয়ের ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh)। তিনি ৩৭ বলে ৬৭ রান করেন। অপর ওপেনার ম্যাথু ব্রিৎজকে (Matthew Breetzke) অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ১২ বলে ১৪ রান করেন। ১০ বলে ১৩ রান করেন নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। ১ রান করে অপরাজিত থাকেন আবদুল সামাদ (Abdul Samad)।

৬ নম্বরে আইপিএল শেষ করতে পারবে লখনউ?

মঙ্গলবারের ম্যাচের আগে পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে লখনউ সুপার জায়ান্টস। আরসিবি-র বিরুদ্ধে জয় পেলে একধাপ উপরে উঠে আসবেন ঋষভরা। সেই লক্ষ্যেই তাঁরা খেলছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম