LSG vs RCB IPL 2025: বেঙ্গালুরুর সামনে লিগে টেবিলে ২ নম্বরে থাকার হাতছানি! পারবেন কি কোহলিরা?

Published : May 27, 2025, 05:48 PM ISTUpdated : May 27, 2025, 06:09 PM IST
lsg vs rcb

সংক্ষিপ্ত

LSG vs RCB IPL 2025: আইপিএল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। মুখোমুখি লখনউ বনাম বেঙ্গালুরু (LSG vs RCB 2025)। 

LSG vs RCB IPL 2025: আইপিএল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায়, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru)।  

ইতিমধ্যেই বেঙ্গালুরু প্লে-অফে পৌঁছে গেছে এবং অন্যদিকে লখনউ আগেই বিদায় নিয়ে নিয়েছে প্লে-অফের লড়াই থেকে। কিন্তু আরসিবি-র জন্য অন্য একটি দিক দিয়ে ম্যাচটি তাৎপর্যপূর্ণ হয়ে যেতে পারে (LSG vs RCB 2025)। 

 

 

কারণ, এই মুহূর্তে আইপিএল পয়েন্টস টেবিলে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আছে তিন নম্বরে। যদি আজকের ম্যাচে তারা জয় পায়, তাহলে ১৯ পয়েন্ট নিয়ে কোহলিরা পৌঁছে যেতে পারেন দুই নম্বরে। যা প্লে-অফের লড়াইতে তাদের বাড়তি সুবিধা দিতে পারে। ফলে, এদিনের ম্যাচে অবশ্যই জয়ের জন্য ঝাঁপাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2025 points table)। 

পিচ কেমন হতে পারে?

পিচের ধরন অনুযায়ী, একটি হাই-স্কোরিং ম্যাচ অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য। তবে সেটা অনেকটাই নির্ভর করছে, পিচের রঙের উপর। সেটা কালো না লাল মাটির উপর থাকে, ওইটাই দেখার বিষয়। তবে এই মাঠটি অনেক বড়, তাই পাওয়ার-হিটারদের জন্য বিরাট পরীক্ষা এবং টেম্পারেচার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

 

 

বিরাট কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন?

এমনিতে লখনউয়ের ঘরের মাঠে ম্যাচ। তবে আইপিএলে এলএসজির দুই ফাস্ট বোলার শার্দুল ঠাকুর এবং আবেশ খানের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্দান্ত রেকর্ড রয়েছে। তাদের বিপক্ষে কোহলি যথাক্রমে ১৬৩.৬৩ এবং ১৭০.৭৩ স্ট্রাইক রেট রেখেছেন। সেইসঙ্গে, আইপিএলে মাত্র তিনবার তাদের বলে আউট হয়েছেন।

দলগত পারফরম্যান্স

চলতি মরশুমে বেঙ্গালুরু এখন পর্যন্ত তাদের ৬টি অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই জিতেছে। আইপিএল-এর ইতিহাসে কোনও দলই তাদের অ্যাওয়ে ম্যাচে কোনওদিন সবগুলি জিততে পারেনি।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে