IPL: বাদ গেল দুবাইয়ের নাম? আইপিএল-এর মেগা নিলাম এবার হতে পারে সৌদি আরবের এক শহরে

Published : Oct 06, 2024, 08:05 PM IST
ipl

সংক্ষিপ্ত

আইপিএল-এর (IPL) মেগা নিলাম (Mega Auction) কোথায় হবে, তা নিয়েই চলছে বিস্তর জল্পনা। প্রতিযোগিতার প্রচারের জন্য এবার বিদেশে নিলামের পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

আইপিএল-এর (IPL) মেগা নিলাম (Mega Auction) কোথায় হবে, তা নিয়েই চলছে বিস্তর জল্পনা। প্রতিযোগিতার প্রচারের জন্য এবার বিদেশে নিলামের পরিকল্পনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

প্রাথমিকভাবে বোর্ড কর্তাদের পছন্দ ছিল দুবাই। তবে পছন্দের তালিকায় সংযুক্ত আরব আমিরশাহির শহর এখন একেবারে তৃতীয় স্থানে। প্রসঙ্গত, এবার আইপিএল-এর পূর্ণ নিলাম হবে। মোট ১০টি দল নতুনভাবে টিম তৈরি করবে। টানা দুদিন ধরে চলবে এই গোটা প্রক্রিয়াটি।

আর এই নিলামের জন্য বিসিসিআই কর্তারা প্রথমে দুবাইয়ের কথা ভেবেছিলেন। তবে দুবাইতে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহির শহরটির কথা ভাবেন তারা। যদিও পরে সৌদি আরবের দুই শহরের কথা মাথায় আসে বোর্ড কর্তাদের। সূত্রের খবর, আইপিএল-এর মেগা নিলাম হতে পারে রিয়াধ অথবা জেড্ডায়।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এদিকে আবার তালিকায় রয়েছে লন্ডনও। যদিও সেই সম্ভাবনা অনেকটাই কম। এদিকে আবার কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে, তা জানাতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। জানা যাচ্ছে, আইপিএল-এর নিলাম হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। অর্থাৎ, চলতি মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত করে ফেলতে চাইছেন বোর্ড কর্তারা। নিলামের স্থান এবং দিন জানা যাবে তারপর।

গোটা বিশ্বের অন্যতম সেরতা টি-২০ ক্রিকেট লিগ ঘিরে সবসময়ই উন্মাদনা তুঙ্গে থাকে। আর এবার সবকোটই দলই নিজেদের ঢেলে সাজাচ্ছে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে বোর্ড কর্তাদের পছন্দ ছিল দুবাই। তবে পছন্দের তালিকায় সংযুক্ত আরব আমিরশাহির শহর এখন একেবারে তৃতীয় স্থানে। প্রসঙ্গত, এবার আইপিএল-এর পূর্ণ নিলাম হবে। মোট ১০টি দল নতুনভাবে টিম তৈরি করবে। টানা দুদিন ধরে চলবে এই গোটা প্রক্রিয়াটি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে