RCB vs DC Probable First XI: বেঙ্গালুরুকে বেসামাল করতে প্রমাদ গুনছে ক্যাপিটালসরা, সম্ভাব্য প্রথম একাদশ

সংক্ষিপ্ত

RCB vs DC Probable First XI: একদিকে বেঙ্গালুরু এবং অন্যদিকে দিল্লী (RCB vs DC)। জিতবে কে?

RCB vs DC Probable First XI: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার, বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে, মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালস (Royal Challengers Bangalore vs Delhi Capitals)।

 

Latest Videos

 

নিজেদের শেষ ম্যাচে দুরন্ত জয় পেয়েছে আরসিবি। নিঃসন্দেহে এই ম্যাচে নামার আগে তা অনেকটাই এগিয়ে রাখবে কোহলিদের। বিশেষ করে, বিরাট কোহলির দিকে তো নজর রাখতেই হচ্ছে (IPL 2025 live score)। তবে চলতি প্রতিযোগিতায় বেঙ্গালুরু যে দলগত পারফরম্যান্সটা দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে (RCB vs DC 2025 Dream 11 prediction)।

 

 

অন্যদিকে, এদিনের ম্যাচে দেবদূত পাডিক্কাল, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের দিকেও চোখ থাকবে (RCB vs DC 2025 Live score)।

আর ঠিক উল্টোদিকে দিল্লীও কিন্তু দারুণ খেলছে চলতি প্রতিযোগিতায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত একটি ম্যাচেও তারা পরাজিত হয়নি। শেষ ম্যাচেও চেন্নাইয়ের বিরুদ্ধে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে তারা (IPL 2025 points table)।

এদিনের ম্যাচে তাই ম্যাকগার্ক, কেএল রাহুল, অধিনায়ক অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদবের দিকেও নজর রাখতেই হচ্ছে (RCB vs DC live update)।

দুই দলের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে (RCB vs DC probable first XI)?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশঃ ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল

ইমপ্যাক্ট সাবঃ রাসিখ সালাম

দিল্লী ক্যাপিটলসের সম্ভাব্য প্রথম একাদশ: ফ্যাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মোহিত শর্মা

ইমপ্যাক্ট সাবঃ আশুতোষ শর্মা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi: 'ওয়াকফের নামে গরিবদের জমি আর লুটতে পারবে না', বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর
'দাঙ্গাবাজদের জন্য একটাই ওষুধ...' মুর্শিদাবাদ ইস্যুতে চরম হুঙ্কার যোগীর | Yogi Adityanath