Hardik Pandya: তাঁকে আদর্শ করে বেড়ে উঠেছেন, জাতীয় দলে ডাক পাওয়া তরুণীকে বিশেষ উপহার হার্দিকের

Published : Apr 13, 2025, 03:52 PM ISTUpdated : Apr 13, 2025, 04:12 PM IST
MI captain Hardik Pandya (Photo: IPL/BCCI)

সংক্ষিপ্ত

Kashvee Gautam: ভারতের জাতীয় মহিলা দলের উঠতি ক্রিকেটার কাশভি গৌতম। উইমেনস প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণী। তিনি আরও ভালো খেলতে চান।

Hardik Pandya-Kashvee Gautam: প্রথমবার ভারতীয় দলে ডাক পাওয়া তরুণী ক্রিকেটার কাশভি গৌতমের (Kashvee Gautam) সঙ্গে দেখা করে ব্যাট উপহার দিলেন আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। উইমেনস প্রিমিয়ার লিগ (Women's Premier League) চলাকালীন হার্দিকের কাছ থেকে ব্যাট চেয়েছিলেন কাশভি। তিনি মহিলাদের এই টি-২০ লিগে অসাধারণ পারফরম্যান্স দেখান। এই পারফরম্যান্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। চলতি বছরের শেষদিকে দেশের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। তার আগে জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় কাশভি। এরই মধ্যে তিনি হার্দিকের কাছ থেকে বিশেষ উপহার পেয়ে গেলেন। ফলে অনুপ্রাণিত হয়ে উঠেছেন এই তরুণী। তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাতে চান।

হার্দিককে আদর্শ করে এগিয়ে চলেছেন কাশভি

উইমেনস প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) হয়ে খেলেন কাশভি। একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন হার্দিক। ম্যাচ শেষ হওয়ার পর তাঁর সঙ্গে কাশভির দেখা হয়। সেই সময় গুজরাট জায়ান্টসের ক্রিকেটাররা হার্দিককে জানান, তাঁকে আদর্শ করেই বেড়ে উঠেছেন কাশভি। এমনকী, তিনি নিজের ব্যাটে HP33 লিখে রেখেছেন। সে কথা জেনে অভিভূত হয়ে পড়েন হার্দিক। তিনি তখনই প্রতিশ্রুতি দেন, নিজের একটি ব্যাটের ওজন কমিয়ে কাশভির ব্যাটের ওজনের সমান ১,১০০ গ্রাম করবেন এবং কাশভিকে সেই ব্যাট উপহার দেবেন। রবিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচের আগে কাশভির সঙ্গে দেখা করে ব্যাট উপহার দিলেন হার্দিক

 

 

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা কাশভি

২১ বছর বয়সি কাশভি উইমেনস প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি গুজরাট জায়ান্টসের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন। ৯ ম্যাচ খেলে ১১ উইকেট নেন এই তরুণী। তাঁর ইকনমি রেট ৬.৪৫। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের মাধ্যমেও দলকে সাহায্য করেন কাশভি। একাধিক ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জাতীয় দলে জায়গা পাকা করাই কাশভির লক্ষ্য।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম