Abhishek Sharma: ৫৫ বলে ১৪১ রানেও খুশি নন অভিষেক শর্মার বাবা! কারণ কী?

Published : Apr 13, 2025, 02:43 PM ISTUpdated : Apr 13, 2025, 02:54 PM IST
Abhishek Sharma celebration

সংক্ষিপ্ত

Abhishek Sharma Century: চলতি আইপিএল-এ (IPL 2025) দ্বিতীয় দ্রুততম শতরান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ভারতীয় ক্রিকেটের নতুন তারকা হয়ে উঠেছেন।

Abhishek Sharma's father: ৫৫ বলে ১৪১ রান। ১৪টি বাউন্ডারি, ১০টি ওভার-বাউন্ডারি। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এমনই বিস্ফোরক ইনিংস খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর বাবা-মা গ্যালারিতে ছিলেন। তাঁদের সামনেই আইপিএল-এ নিজের প্রথম শতরান করেছেন এই তরুণ ব্যাটার। আইপিএল-এর ইতিহাসে তৃতীয় সর্বাধিক স্কোর করেছেন অভিষেক। তাঁর দল সহজেই ম্যাচ জিতেছে। কিন্তু এরপরেও এই তরুণ ব্যাটারের বাবা রাজকুমার শর্মা পুরোপুরি খুশি হতে পারেননি। তিনিই অভিষেকের প্রথম কোচ। ছোটবেলা থেকে ছেলেকে খেলা শিখিয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলার পর বাবার সন্তুষ্ট না হওয়ার কারণ জানিয়েছেন অভিষেক।

কেন সন্তুষ্ট নন অভিষেকের বাবা?

অভিষেক বলেছেন, ‘এই ইনিংস বিশেষভাবে আলাদা তৃপ্তি দিচ্ছে। আমার অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলার দিনগুলি থেকে বাবা ম্যাচ দেখতে আসছেন। আমার ইনিংসের সময় আপনারা যদি লক্ষ করে থাকেন তাহলে দেখবেন, বাবা নানা ইঙ্গিত করছিলেন। কোন শট খেলতে হবে বলে দিচ্ছিলেন। এই শট খেলো,. ওই শট খেলো বলছিলেন। তিনিই আমার প্রথম কোচ। আমার বাবা-মায়ের সামনে এই ইনিংস খেলতে পেরে খুব খুশি হয়েছি। আইপিএল-এ এটিই আমার সর্বাধিক স্কোর। আমার বাবা সবসময় বলেন, ম্যাচ শেষ করতে হবে। এই কারণে তিনি সন্তুষ্ট নন। সবসময়ই উন্নতির অবকাশ রয়েছে। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’

অভিষেকের বাবা কী বলছেন?

ছেলের এই ইনিংস দেখার পর রাজকুমার বলেছেন, ‘আমি যে কত খুশি, তা প্রকাশ করতে পারব না। ম্যাচের আগে আমি ওকে অনুপ্রাণিত করেছিলাম। ওকে বলেছিলাম, সব ক্রিকেটারেরই খারাপ ফর্ম আসে। সেসব নিয়ে ভাবতে হবে না। ওর ভাগ্যও একটু খারাপ ছিল। দ্বিতীয় ম্যাচে ও রান আউট হয়ে যায়। ও কয়েকটি শট খেলে, কিন্তু বাউন্ডারি পার করতে পারেনি। কিন্তু এখন ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ও দলকে জিতিয়েছে। আগামী দিনে ও যেমন ভালো খেলবে, তেমনই সানরাইজার্স হায়দরাবাদও ভালো ফল করবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড