Suryakumar Yadav: টেক্কা দিলেন বিরাট-রোহিতকে, আইপিএল-এ ভারতীয়দের মধ্যে দ্রুততম ৪,০০০ রান সূর্যকুমারের

Published : Apr 27, 2025, 11:02 PM IST

IPL 2025 Suryakumar Yadav: টি-২০ (T20) ফর্ম্যাটে গত কয়েক বছর ধরেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সূর্যকুমার যাদব। রবিবার আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে অর্ধশতরান করে নতুন রেকর্ড গড়লেন সূর্যকুমার।

PREV
110
আইপিএল-এর ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪,০০০ রান সূর্যকুমার যাদবের

রবিবার আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪,০০০ রান পূর্ণ করলেন।

210
আইপিএল-এ ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বল খেলে ৪,০০০ রান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব

আইপিএল-এ ২,৭১৪ বল খেলে ৪,০০০ রান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব। তিনি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই রেকর্ড গড়লেন।

310
আইপিএল-এ ৪,০০০ রান করার ক্ষেত্রে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব

আইপিএল-এ ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪,০০০ রান করার পথে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদব।

410
আইপিএল-এর ইতিহাসে দ্রুততম ৪,০০০ রান করার ক্ষেত্রে তৃতীয় স্থানে সূর্যকুমার যাদব

আইপিএল-এ সবচেয়ে কম বল খেলে ৪,০০০ রান করার রেকর্ড এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেইলের দখলে। এই দুই তারকা ব্যাটার ২,৬৫৮ বল খেলে ৪,০০০ রান পূর্ণ করেন। তাঁদের পরেই আছেন সূর্যকুমার যাদব।

510
আবেশ খানের বলে বাউন্ডারি মেরে আইপিএল-এ ৪,০০০ রান পূর্ণ করেন সূর্যকুমার যাদব

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের ইনিংসের ১৩-তম ওভারে আবেশ খানের বলে বাউন্ডারি মেরে আইপিএল-এ ৪,০০০ রান পূর্ণ করেন সূর্যকুমার যাদব।

610
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৩ রান করেই নতুন নজির গড়লেন সূর্যকুমার যাদব

আইপিএল-এ ৪,০০০ রান পূর্ণ করার জন্য সূর্যকুমার যাদবের ৩৩ রান দরকার ছিল। রবিবার সহজেই তিনি এই মাইলফলকে পৌঁছে গেলেন।

710
আইপিএল-এ ১৪৫-তম ইনিংসে ৪,০০০ রান পূর্ণ করে নতুন নজির গড়লেন সূর্যকুমার যাদব

রবিবার আইপিএল-এ ১৬০-তম ম্যাচে ১৪৫-তম ইনিংসে ৪,০০০ রান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব। তিনি আইপিএল-এ জোড়া শতরান ও ২৬টি অর্ধশতরান করেছেন।

810
আইপিএল-এ ৪,০০০ রান পূর্ণ করার পর স্ট্রাইক রেটেও বিরাট-রোহিতকে ছাপিয়ে গিয়েছেন সূর্যকুমার

আইপিএল-এ যে ভারতীয় ব্যাটাররা ৪,০০০ বা তার বেশি রান করেছেন, তাঁদের মধ্যে সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। এই তারকা ব্যাটারের স্ট্রাইক রেট ১৪৬-এর বেশি।

910
সারা বিশ্বে টি-২০ ফর্ম্যাটে ৪,০০০ রান করার পথে স্ট্রাইক রেটে তৃতীয় সূর্যকুমার

সারা বিশ্বে টি-২০ ফর্ম্যাটে যে ব্যাটাররা ৪,০০০ বা তার বেশি রান করেছেন, তাঁদের মধ্যে সবার আগে এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তাঁর স্ট্রাইক রেট ১৫১.৬৮। দ্বিতীয় স্থানে ক্রিস গেইল (Chris Gayle)। তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৯৬। এক্ষেত্রে তৃতীয় স্থানে সূর্যকুমার যাদব।

1010
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৩,০০০-এর বেশি রান করেছেন সূর্যকুমার যাদব

রোহিত শর্মা ও কাইরন পোলার্ড আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৩,০০০-এর বেশি রান করেছেন। এবার এই তালিকায় জায়গা করে নিলেন সূর্যকুমার যাদব।

click me!

Recommended Stories