Ravi Shastri on Jasprit Bumrah: ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে জসপ্রীত বুমরাকে সামনে থেকে দেখেছেন। এই কারণে সদ্য চোট সারিয়ে মাঠে ফেরা এই তারকা পেসারের ওয়ার্কলোডের কথা মনে করিয়ে দিচ্ছেন রবি শাস্ত্রী।
ফিট থাকলে প্রায় ৬ মাস পর টেস্ট ম্যাচ খেলতে নামবেন ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা
ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে শেষবার টেস্ট ম্যাচ খেলেন জসপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে সিডনিতে চোট পেয়ে তিনি কয়েক মাস মাঠের বাইরে থাকেন।
510
চোট সারিয়ে মাঠে ফেরার পর শুরুতে ছন্দে ছিলেন না, তবে ফর্মে ফিরেছেন জসপ্রীত বুমরা
ইংল্যান্ড সফরের আগে জসপ্রীত বুমরার ফর্মে ফেরা ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষে আশাপ্রদ। সবারই আশা, ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারবেন এই পেসার।
610
ইংল্যান্ড সফরের আগে জসপ্রীত বুমরার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছন রবি শাস্ত্রী
জসপ্রীত বুমরার ওয়ার্কলোড প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেছেন, ‘আমি হলে অত্যন্ত সতর্ক থাকতাম।’ ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ মনে করিয়ে দিচ্ছেন, অতীতে দ্রুত মাঠে ফেরার চেষ্টা করতে গিয়ে ফের চোট পেয়েছেন এই পেসার।
710
ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের বদলে ৪টি টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাকে খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর
জসপ্রীত বুমরা সম্পর্কে রবি শাস্ত্রী বলেছেন, 'আমি হলে ওকে দু'টি টেস্ট ম্যাচে খেলানোর পর বিশ্রাম দিতাম। ওকে চারটি টেস্ট ম্যাচে খেলানোই ভালো।'
810
জসপ্রীত বুমরার সামান্য সমস্যা হলেই বিশ্রাম দেওয়ার পরামর্শ রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী আরও বলেছেন, ‘সবাই জসপ্রীত বুমরাকে পাঁচটি টেস্ট ম্যাচেই খেলাতে চাইবে। তবে ওর শরীর কেমন থাকছে, তার উপর অনেককিছু নির্ভর করছে। ওর সামান্য সমস্যা হলেই বিশ্রাম দেওয়া উচিত।’
910
ইংল্যান্ড সফরের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু করবে ভারতীয় দল
এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল। জুনে ইংল্যান্ড সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু করবে ভারতীয় দল।
1010
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতীয় দলের
বর্ডার-গাভাসকর ট্রফিতে হেরে যাওয়ার পর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল।