IPL 2025 MI vs SRH: বোলিংয়ের পর ব্যাটিংয়েও টেক্কা, হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় জয় মুম্বইয়ের

Published : Apr 17, 2025, 11:20 PM ISTUpdated : Apr 17, 2025, 11:49 PM IST
Ryan Rickelton

সংক্ষিপ্ত

IPL 2025 MI vs SRH: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় শেষের দিকে আছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কাছে হেরে গেল হায়দরাবাদ।

IPL 2025 Mumbai Indians vs Sunrisers Hyderabad: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে চলতি আইপিএল-এ (IPL 2025) তৃতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচে দলগত পারফরম্যান্সের সুবাদে জয় পেলেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ব্যাটিং ব্যর্থতার জন্যই হেরে গেল হায়দরাবাদ। ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পেল মুম্বই। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬২ রান করে হায়দরাবাদ। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। জবাবে ব্যাটিং করতে নেমে ১৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নিল মুম্বই। চলতি আইপিএল-এ তৃতীয় জয় পেলেন হার্দিকরা। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে থাকল মুম্বই। অন্যদিকে, ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল হায়দরাবাদ।

হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতা

এদিন ইনিংসের শুরুটা ভালো করার পরেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর করতে ব্যর্থ হয় হায়দরাবাদ। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ২৮ বলে ৪০ রান করেন। অপর ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ২৯ বল খেলে ২৮ রান করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৯ রান। ফের ব্যর্থ ঈশান কিষান (Ishan Kishan)। তিনি ৩ বল খেলে ২ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Reddy) ২১ বল খেলে ১৯ রান করেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ২৮ বলে ৩৭ রান করেন। ৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন অনিকেত ভার্মা (Aniket Verma)। মুম্বইয়ের হয়ে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন উইল জ্যাকস (Will Jacks)।

দলগত পারফরম্যান্সে জয় মুম্বইয়ের

এদিনও রোহিত শর্মাকে (Rohit Sharma) ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করে মুম্বই ইন্ডিয়ানস। এই তারকা ফের বড় রান করতে ব্যর্থ হলেন। তিনি ওপেন করতে নেমে ১৬ বল খেলে ২৬ রান করেন। অপর ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) ২৩ বল খেলে ৩১ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ বলে ৩৬ রান করেন জ্যাকস। ১৫ বলে ২৬ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ১৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। ৯ বলে ২১ রান করেন হার্দিক। ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম