IPL 2025: ১৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েও দিল্লীর অধিনায়ক নন রাহুল! কে হবেন নতুন ক্যাপ্টেন?

দামামা বেজে গেছে আইপিএল-এর (IPL 2025)। সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জিতেছে ভারত।

IPL 2025: কয়েকদিনের বিশ্রাম এবং তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল (IPL 2025 News)। বলা ভালো, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) এখন অতীত। এবার ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল-এর (IPL 2025 Schedule)। আর তার আগেই দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals) নিয়েই বড় আপডেট। মোট ১৪ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছে তারা।

স্বাভাবিকভাবেই, অনেকে মনে করেছিলেন যে, ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটারকে হয়ত অধিনায়ক করবে দিল্লী। কিন্তু সূত্রের খবর, অধিনায়ক হতে রাজি নন খোদ রাহুল (KL Rahul) নিজেই। আর সেক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে অন্য আরেকটি নাম (Indian Premier League)।

Latest Videos

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন কেএল রাহুল (KL Rahul News)। তাঁর সংগ্রহে মোট ১৪০ রান এবং গড়ও ১৪০। বলা চলে, ফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন রাহুল। এদিকে আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল।

গত মরশুমে লখনউ সুপার জায়ান্টস দলে থাকলেও শেষটা খুব একটা ভালো হয়নি। কিন্তু নিলামে তাঁকে তুলে নেয় দিল্লী। তবে দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হতে রাজি হননি রাহুল। আর সেই জায়গায় দাঁড়িয়েই, দলকে নেতৃত্ব দিতে পারেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, “অক্ষরকে দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক করা হতে পারে। তবে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে রাহুলকে অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ও অধিনায়ক হিসেবে নয়, একজন ক্রিকেটার হিসেবেই দলে থাকতে চাইছে।” অন্যদিকে, গত ২০১৯ সাল থেকে দিল্লী দলের সঙ্গে রয়েছেন অক্ষর। তাঁকে ১৮ কোটি টাকায় এবার রিটেইন করে দিল্লী ক্যাপিটালস। শোনা যাচ্ছে, এবার অধিনায়কও হতে পারেন তিনি।

উল্লেখ্য, আইপিএলে আগামী ২৪ মার্চ, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লীর প্রথম ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News